‘বান্টি অউর বাবলি ২’ তে অভিষেককে সরিয়ে সইফ? তার কারণ কি বিবাদ
তৃতীয়পক্ষ ওয়েব- আজ মুক্তি পেল ‘বান্টি অউর বাবলি ২’ (bunty aur babli 2)। একইসঙ্গে নস্টালজিয়ার ডবল ডোজ। প্রায় ১৬ বছর পর বান্টি অউর বাবলির সিক্যুয়েল এবং রানি মুখার্জি (rani mukerji) ও সইফ আলি খানের (saif ali khan) পুনর্মিলনও দীর্ঘ ১২ বছর পর। বান্টি বাবলির প্রথম ছবিতে রানি মুখার্জীর বিপরীতে ছিলেন অভিষেক বচ্চন (abhishek bachchan)। দর্শকমহলে সুপারহিট হয়েছিল ছবিটি। তবে সেই ম্যাজিক কতটা ফেরাতে পারল এই সিক্যুয়েল? তার থেকেও বড় প্রশ্ন এখন, হঠাৎ অভিষেককে সরিয়ে সইফ আলি খানকে কেন নেওয়া হল?
তবে এই নিয়ে জলঘোলা কম হয়নি। বলিপাড়ায় গুঞ্জন শোনা গিয়েছিল, রানির স্বামী আদিত্য চোপড়ার সঙ্গে ঝামেলার কারণেই নাকি অভিষেক ছবিতে অভিনয় করবেন না জানিয়ে দিয়েছেন। সত্যিই কি তাই? নাকি রয়েছে অন্য কোনও কারণ? সূত্রের খবর, এই ছবিতে অভিষেককেই নিতে চেয়েছিল বান্টির চরিত্রে। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন জুনিয়র বচ্চন।
প্রসঙ্গত অন্য কাজ থাকায় বান্টি অউর বাবলি-২-এর শুটিংয়ের জন্য সময় দিতে পারেননি অভিষেক বচ্চন। অন্যদিকে এত বছর পর সিক্যুয়েল আসছে, তাই আর বেশি দেরি করতে চাননি ছবি নির্মাতারা। তাই তাঁরা বাধ্য হয়েই সইফকে প্রস্তাব দেন। রানী মুখার্জী এবং সইফ আলি খানের জুটি সবারই একসময় খুব প্রিয় ছিল। ফের একবার তাঁদের দেখার জন্যে মুখিয়ে আছে সকলেই। এই ছবিতে রানি ও সইফ ছাড়াও রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং শর্বরী ওয়াঘ।