চরম আর্থিক সংকট আফগানিস্থানের! পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন জি-২০-র নেতারা

তৃতীয়পক্ষ ওয়েব-  চরম অর্থনৈতিক সংকটের মুখে আফগানিস্থান।  রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন উন্নত দেশগুলোর জোট জি-২০-এর নেতারা। এই প্রসঙ্গে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল বলেছেন, চরম বিশৃঙ্খলার মধ্যে থেকে দেশটিকে বাঁচাতে হবে।

আফগানিস্থানের অর্থনৈতিক পরিস্থিতি রক্ষার জন্য একশ কোটি ডলার দেওয়ার জন্য জাতিসংঘ আহ্বান জানানোর পরই, বিশ্বের নেতারা একটি ভার্চুয়াল সামিটে অংশ নেন। সেখানে জাতিসংঘের প্রেসিডেন্ট জো বাইডেন জোর দিয়ে বলেছেন, যেসব সাহায্য দেওয়া হবে, সেগুলি দিতে হবে স্বাধীন আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে,  তালিবানের হাতে নয়।

এখনও পর্যন্ত যতটুকু অর্থ সহায়তা পাওয়া গেছে, তারমধ্যে জরুরি খাদ্য ও ওষুধ বেশি করে রয়েছে। তবে দাতব্য কর্মীরা আশঙ্কা করছেন, দেশটিতে বড় ধরনের মানবিক সংকট হতে পারে।

এদিকে নতুন প্রতিশ্রুতির মধ্যে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন বলেছেন, আফগানিস্তান এবং প্রতিবেশী যেসব দেশ শরণার্থীদের গ্রহণ করছে, তাদের জন্য একশো বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে।

এছাড়া আফগানিস্তান যাতে আল-কায়েদা বা ইসলামিক স্টেট গ্রুপের মতো জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত না হয়, সেই বিষয়ে নিশ্চিত করার ব্যাপারেও আলোচনা করেছেন তাঁরা। এর সঙ্গে সঙ্গে বিদেশি নাগরিক এবং দেশ ছাড়তে আগ্রহী আফগানদের বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

প্রসঙ্গত আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও তালিবানের ক্ষমতা অধিগ্রহণের পর এই প্রথম দুই পক্ষের সরাসরি আলোচনা সম্ভব হচ্ছে।

শেয়ার করতে:

You cannot copy content of this page