আগরতলা বিমানবন্দরে ছড়াল বোমাতঙ্ক, শত বাধা পেরিয়ে ত্রিপুরায় পা অভিষেকের
সাবির রহমান, উত্তরবঙ্গ প্রতিনিধি- ত্রিপুরার তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করায় তৃণমূল একটি বড়ো কর্মসূচীর পরিকল্পনা করে। এই কর্মসূচীর পরিকল্পনা করে। এই কর্মসূচীর নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন বলে জানা যায়। কিন্তু কোভিডবিধির কারণ দেখিয়ে ত্রিপুরা পুলিশ মিছিলের অনুমতি দেয় না। শত বাঁধা পেরিয়ে সোমবার আগরতলার উদ্দেশ্যে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আগরতলার বিমানবন্দরে নামার আগেই একটি ব্যাগকে ঘিরে আতঙ্ক তৈরি হয়, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা বিমানবন্দরে। ঘটনাস্থলে CISF, বম্ব স্কোয়াড নামানো হয় এবং এর সাথে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয় ও নিরাপত্তা ব্যবস্থাও অনেক বাড়িয়ে দেওয়া হয়।
সোমবার সকালেই বাংলার বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানে পৌঁছে গিয়েছেন এবং এই বিষয়ে তিনি বলেন, ত্রিপুরা সরকারের ভুয়ো আতঙ্কে তৃণমূল কংগ্রেসকে আটকানোর চেষ্টা করা হচ্ছে।
.@BjpBiplab has become so UNABASHEDLY BRAZEN that now even SUPREME COURT ORDERS DOESN’T SEEM TO BOTHER HIM.
He has repeatedly sent goons to attack our supporters & our female candidates instead of ensuring their safety! DEMOCRACY BEING MOCKED under @BJP4Tripura. #NotMyINDIA pic.twitter.com/E9JA4HgTf9
— Abhishek Banerjee (@abhishekaitc) November 21, 2021
পরবর্তীতে ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পথসভার অনুমতি দেন ত্রিপুরা পুলিশ। ঠিক এরই মাঝে আগরতলা বিমানবন্দরে বোমাতঙ্কের মাঝেই এসে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এখন প্রশ্ন উঠছে যে বিমানবন্দরে যেখানে ২৪ ঘন্টা মনিটরিং চলছে সেখানে কে বা কারা কীভাবে ব্যাগ রেখে যেতে পারে, ত্রিপুরা পুলিশ তদন্ত চালাচ্ছেন এই বিষয় নিয়ে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়েই পুলিশ প্রশাসনের ভূমিকা এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র নিন্দা করার পাশাপাশি আক্রমণ করলেন ত্রিপুরার বিপ্লব দেব সরকারকেও। তিনি বলেন, ‘সায়নী কি কাজ করেছে, যার কারণে তাঁকে গ্রেফতার করা হল? তিনি আরও জানালেন এভাবে কখনই তৃণমূলকে আটকানো যাবে না। কিছুতেই আমরা মাথা নোয়াবো না’।