ফের কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম!

তৃতীয়পক্ষ ওয়েব-  মহামারী আবারও বাড়তে থাকায় ফের একবার জ্বালানির দাম কমার সম্ভাবনা দেখা গিয়েছে বিশ্বজুড়ে, চাহিদার ঘাটতির কারণেই ফের একবার দাম কিছুটা কমতে পারে বলেই মনে করছেন অনেকেই। এর কারণ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলে খুচরো বিক্রির ক্ষেত্রেও দাম কিছুটা কমতে পারে।

মূলত ব্রেন্ট ক্রুডের ১০ দিন আগে অর্থাৎ ১২ নভেম্বর ছিল প্রায় ৮৪ ডলার প্রতি ব্যারেল। যা বর্তমানে এসে দাঁড়িয়েছে ৭৮.৮৯ ডলার প্রতি ব্যারেলে। অর্থাৎ প্রায়৬.৯৫ শতাংশ দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে দামের এই ঘাটতি আগামী দিনে খুচরো দামের ক্ষেত্রে প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। ভারতে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিও সরাসরি আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপর নির্ভর করে। গত ৪ নভেম্বর থেকে যা কিছুটা স্থিতিশীল রয়েছে।

প্রসঙ্গত গত মাস পর্যন্ত আবগারি শুল্ক এবং অন্যান্য ক্ষেত্রে মূল্যবৃদ্ধির ফলে বেশিরভাগ জায়গাতেই সেঞ্চুরি ছাড়িয়েছিল ডিজেল এবং পেট্রোল। দীপাবলির পর কিছুটা কমলেও এখনও পর্যন্ত কলকাতায় ১ লিটার পেট্রোলের দাম ১০৪.৬৭ টাকা, একইসঙ্গে প্রতি লিটার ডিজেলের দাম ৮৯.৭৯ টাকা। একই অবস্থা দিল্লিতেও। দিল্লিতে পেট্রোলের দাম গত ১৮ দিন ধরে ১০৩.৯৭ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৮৬.৬৭ টাকা প্রতি লিটার চলে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পরে ভারত অশোধিত তেলের তৃতীয় বৃহত্তম গ্রাহক।

গত অক্টোবর থেকে দাম কমতে থাকায় আগামী দিনে আন্তর্জাতিক উৎপাদকরাও অপরিশোধিত তেলের দাম কমাবে বলেই মনে করছেন অনেকেই। এর ফলে জন সাধারণের মধ্যে কিছুটা স্বস্তির চিহ্ন দেখা দিয়েছে।

শেয়ার করতে:

You cannot copy content of this page