কলকাতায় ‘গঙ্গুবাঈ’, চেখে দেখলেন সন্দেশ
তৃতীয়পক্ষ ওয়েব- খাবার নিয়ে নায়িকাদের মধ্যে খুঁতখুঁতানি থাকেই। তবে কলকাতায় এলে মিষ্টি মুখে উঠবে না এমনটা কি হয়! উদ্যোক্তাদের দেওয়া মিষ্টির বাক্স থেকে তাই বড়ো এক কামড় দিলেন কলকাতার সন্দেশে। এর সঙ্গে গঙ্গুবাঈ দেখার অনুরোধ করলেন সিনেমাহলে গিয়ে। দুবছর ধরে গঙ্গুবাঈ এর চরিত্রের সঙ্গে প্রায় সংসার করেছেন আলিয়া। সঞ্জয় লীলা ভনশালীর কাছে কতটা কাছের এই গঙ্গু চরিত্রটি সেটাও জানালেন আলিয়া ভাট।
৬০-এর দশকে বম্বের নিষিদ্ধ পল্লির সর্বেসর্বা গঙ্গুবাঈয়ের জীবনের অজানা দিক তুলে ধরা হয়েছে এই সিনেমায়। কাথিয়াওয়াড়ের এক সাধারণ ঘরের সহজ সরল মেয়ে কীভাবে বম্বের নিষিদ্ধ পল্লির ম্যাডাম হয়ে উঠল তারই বর্ণনা রয়েছে হুসেন জাইদির লেখা বই Mafia Queens of Mumbai-এ। ট্রেলার মুক্তির সময় থেকেই গঙ্গুবাঈ আলিয়া নজর কেড়েছেন সকলের।
আলিয়া ভাট যে একজন দক্ষ অভিনেত্রী তা বার বার প্রমাণ করে দিয়েছেন তিনি। অভিনয়ে তাঁকে কখনওই টাইপকাস্ট করা যায়নি। প্রতিটি ছবিতেই নিজেকে ভেঙে নতুন করে গড়ে তুলেছেন।
কিছুদিন আগে পর্দার গঙ্গু অর্থাৎ আলিয়া ভাটকে বেশ কথা শোনান বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত। বলিউড প্রসঙ্গে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, বলিউড যত দিন মুভি মাফিয়াদের হাতে রয়েছে ততদিন এই ইন্ডাস্ট্রি বিকল হয়েই রয়ে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি নাম না করে আলিয়াকে উদ্দেশ্য করে ‘পাপা কি পরি’ বলে ডাকেন, পাশাপাশি ‘রমকম বিম্বো’ বলেন আলিয়াকে।
এদিন কলকাতায় সিনেমার প্রমোশনে সে প্রসঙ্গ তুললে। আলিয়া বুদ্ধি করে উত্তর দিলেন, ‘বাকিটা সিনেমা রিলিজ হলে বোঝা যাবে’। সকলেই অপেক্ষায় রয়েছেন ২৫ ফেব্রুয়ারি গঙ্গুবাঈয়ের আধিপত্য দেখার জন্য।