উল্টে দেখুন একই আছে!

তৃতীয়পক্ষ ওয়েব– ২২-০২-২০২২। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ, এই তারিখ খাতায় লিখে দেখুন বহু ২ এর ঘনঘটা এবং পিছন দিক থেকে গুনলেও ওই একই তারিখ আসবে। শুধু তাই নয়, আপনি যদি এই তারিখের সংখ্যাটি ইংরেজিতে লিখে উল্টো করে ধরেন, তাও দেখবেন একই তারিখে এসেছে। সচরাচর এইরকম দিন খুব একটা আসে না। একেবারেই যেন ম্যাজিক্যাল তারিখ। সবদিক থেকেই সমান। জানেন কি, সংখ্যাতত্ত্ব অনুসারে এই ২ খুব শুভ একটি সংখ্যা।

বিশেষ করে পরপর থাকা তিনটি ২ অর্থাৎ ২২২, সংখ্যাটিকে যে কোনও ব্যক্তির জীবনে মঙ্গল জনক বলে মনে করা হয়। বিশেষ করে যে জাতকরা ২ সংখ্যার হয়ে থাকেন, তাদের ব্যবহার এবং বৈশিষ্ট্য কমবেশি বেশিরভাগ মানুষকে আকৃষ্ট করে। সংখ্যাতত্ত্ব অনুসারে সংখ্যা ২ সম্পর্কের মধ্যে থাকা শক্তি এবং ভারসাম্য বজায় রাখে। ব্যক্তি জীবনে এই তিনটি ২ এর প্রভাবে, মানসিক শক্তি আগে থেকে বহু অংশে বৃদ্ধি পায়। শুধু তাই নয়, এই সংখ্যার জাতকরা যে কোনও বিপদে মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে ভয় পান না এবং যে কোনও কঠিন পরিস্থিতিকে সহজে সামাল দেওয়ার ক্ষমতা রাখেন।

এই দিনটি বিশেষ কারণ, এই দিনে তারিখের মধ্যে রয়েছে ছয়টি ২। সংখ্যাতত্ত্ব বিদরা মনে করছেন, ২ সংখ্যার প্রভাবে মহামারীর কারণে যে কঠিন পরিস্থিতি চলছে সে ক্ষেত্রে মানুষ কিন্তু আগের থেকে অনেকটা মনের জোর পেয়েছেন এবং এদের বিরুদ্ধে সবসময় সতর্ক হয়ে লড়াই করছেন। শুধু তাই নয় দিনরাত এক করে অসুস্থ মানুষদের সেবা করছেন চিকিৎসক-নার্স থেকে শুরু করে বহু সাধারণ মানুষ, যাদের লড়াইকে কুর্নিশ জানাতেই হয়।

অন্যদিকে উল্টো থেকে বা পিছন থেকে সামনে দেখলেও এই তারিখটি একই থাকবে অর্থাত্‍ সামনে অথবা পেছন যেদিক দিয়েই দেখুন সমান, একে প্যালিনড্রোম বলে। এছাড়া, এই তারিখ বা সংখ্যাটি একদিক থেকে পড়লে যেমন দেখায়, উল্টো দিক থেকেও সেই একই রকম দেখায়। তাই একে অ্যাম্বিগ্রামও বলা হয়। অর্থাৎ একই শব্দ যদি দুই দিক থেকে একইভাবে পড়া যায়, তবে সেটিই অ্যাম্বিগ্রাম। আর তাই আজকের তারিখটি কেবল প্যালিনড্রোম নয় বরং একটি অ্যাম্বিগ্রামও।

শেয়ার করতে:

You cannot copy content of this page