আনিস খান হত্যা কান্ড:  ‘আমাদের ভোটে হেল্প করেছিল-তাই সে ফেভারিট’ মমতার দাবী

তৃতীয়পক্ষ ওয়েব- শাসক দলের একাধিক কাজের প্রতিবাদে মুখর ছিলেন আনিস খান। পাড়া-প্রতিবেশীদের মধ্যে অনেকের দাবি, বেশ কয়েকবার এলাকায় তৃণমূল নেতৃত্বের সঙ্গে এই কলেজ পড়ুয়া বচসাতে জড়িয়েছিলেন। এদিন আনিসের মৃত্যুর পরে রটেছিল, শাসক দলের বিরুদ্ধে আওয়াজ তোলায় এই মর্মান্তিক পরিণতি। এই নিয়ে সরব হয়েছে বিরোধী শিবিরও। অন্যদিকে এই দাবি নস্যাৎ করেছেন খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর দাবি করেছেন, তৃণমূলের সঙ্গে আনিস খানের যোগাযোগ ছিল। ভোটেও নাকি তৃণমূলকে সহায়তা করেছিল আমতলার ওই পড়ুয়া। আরও বলেন, ‘আনিসের সঙ্গে আমাদের যোগাযোগ ভালোই ছিল। যাঁরা এখন টেলিভিশনে দর্শনধারী হয়েছেন, তাঁরা জানেন না, আমাদের সঙ্গে ও যোগাযোগ রাখত। ইলেকশনে আমাদের অনেক সাহায্যও করেছিল। ও আমাদের ফেভারিট ছিল।’

মুখ্যমন্ত্রী আনিস মৃত্যুর তদন্ত নিয়ে জানিয়েছেন, প্রতিবাদী পড়ুয়া আনিসের মৃত্যুর তদন্ত করবে ডিজি-র নেতৃত্বাধীন সিট। তাঁদের সঙ্গে থাকবেন মুখ্য সচিব ও সিআইডি-ও। এ বিষয়ে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি। ১৫ দিনের মধ্যে তাঁর কাছে তদন্ত রিপোর্ট জমা ও তারপর দোষীদের বিরুদ্ধে আইন মোতাবেক কড়া শাস্তি পাবে।

তবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আশ্বস্ত নয় আনিস খানের পরিবার। মৃত ছাত্রের বাবা, দাদা সহ পরিবারের সকলে সিবিআই তদন্তের দাবিতে অনড়। আনিসের মৃত্যু নিয়ে রাজনীতির রং আগেই লেগেছিল। মুখ্যমন্ত্রীর দাবির পর অন্য মাত্রা পেল বলেই মনে করা হচ্ছে।

শেয়ার করতে:

You cannot copy content of this page