জেরার মুখে কান্নায় ভেঙে পড়লেন শাহরুখ পুত্র!
তৃতীয়পক্ষ ওয়েব ডেস্ক- শুধুমাত্র এই ক’দিন নয়। বেশ কয়েক বছর ধরে মাদক দ্রব্য সেবন করেছে শাহরুখ খান-এর পুত্র আরিয়ান খান। এমনটাই জানালেন এনসিবি। তবে শুধু যে সেদিনই নিয়েছেন এমনটা নয়। তথ্যসূত্রে খবর বিদেশে থাকার সময় থেকেই সে মাদক গ্রহণ করত।
প্রসঙ্গত রবিবার মাদক কাণ্ডে আরিয়ান খানকে গ্রেফতার করা হয়। এনসিবি সূত্র থেকে জানা যায়, জেরার সময় শুধু কেঁদে গিয়েছেন আরিয়ান। আরিয়ান নিজেই জানান, তাঁর মাদকে আসক্ত থাকার কথা। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ও দুবাইয়ে থাকাকালীন মাদক নেওয়ার কথাও নাকি তিনি স্বীকার করেছেন বলে জানা যাচ্ছে। তবে এই বিষয়ে এখনও অফিসিয়াল কোনও মন্তব্য করা হয়নি এনসিবির তরফ থেকে। অন্যদিকে মুখে কুলুপ খান পরিবারেরও।
Mumbai | All accused arrested yesterday following NCB raid on a cruise ship off Mumbai coast brought to a city court pic.twitter.com/LgW93ZdyuN
— ANI (@ANI) October 4, 2021
এদিন কর্ডেলিয়া ক্রুজ নামক এক প্রমোদতরণীতে এক মিউজিক্যাল যাত্রার আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন বলিউড, ফ্যাশন ও বাণিজ্যজগতের সদস্যরা। ফ্যাশনটিভি ইন্ডিয়া ক্রে’আর্ক নামক ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে ছিলেন আরিয়ানসহ ইন্ডাস্ট্রি ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজন। শনিবার খবর পেয়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সেখানে তল্লাশি শুরু করলে আরিয়ানকে সেখানে পাওয়া যায়। এরপর বিকেলে বয়ান রেকর্ডের পর তাঁকে গ্রেফতার করা হয়।
তবে শুধু আরিয়ান খানই নন, গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সন্তানরাও। আরবাজ মারচেন্ট, মুনমুন ধামেচা, নুপুর সারিকা, ইসমাত সিং, মোহাক জয়সওয়াল, বিক্রান্ত ছোকর ও গোমিত চোপড়া নামক আরও ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সকলেরই ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
আরিয়ানের তরফ থেকে তাঁর কৌঁসুলি সতীশ মানশিন্ডে জানিয়েছেন, ওই প্রমোদতরীর কোনও টিকিট তাঁর কাছে ছিল না। শুধুমাত্র তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলেই তিনি গিয়েছিলেন। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। সেই ভিত্তিতেই আরিয়ানের জামিনের আবেদন করেছেন তিনি।