বাংলাদেশ ফুটবল

উচ্ছ্বাসে ভাসছে বাংলা, অভিনন্দন বাংলাদেশ

তৃতীয়পক্ষ ওয়েব- কঠোর অনুশীলনের সঙ্গে জড়িয়ে আছে কঠোর সাধনাও। বড়ো কোনও সাফল্য পেতে তাই প্রয়োজন সাধনা। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশের মেয়েদের দেখে এমনটাই বলছেন সকলে।

সমস্ত প্রতিকূলতা কাটিয়ে সাবিনা-সানজিদা’দের এই সাফল্য বাংলাদেশকে এনে দিয়েছে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট।

তাঁদের প্রথম লড়াইটা মূলত মাঠের বাইরে থেকে। বাংলাদেশে মেয়েদের ফুটবল শুরু হয় ফিফার কল্যাণ্যে। মেয়েরা শর্টস পরে খেলবে এ যেন মানতেই পারছিল না। তাঁদের দিনগুলি কেটেছিল তীব্র সামাজিক বাঁধা জয় করে। সমাজের রক্ষণশীল একটা অংশের তীব্র আপত্তি, চোখ রাঙানি সইতে হয়েছে তাঁদের। সেই আপত্তি কখনো প্রকাশিত হয়েছে মিছিলে, কখনোবা হামলা চালিয়ে ম্যাচ পণ্ড করে দেওয়ার মধ্য দিয়েও।

তবে বাংলাদেশের মেয়েদের দক্ষিণ এশিয়া জয়ের মাহাত্ম্য পুরো বুঝতে শুরুর সেই খারাপ দিনগুলোর কথা মনে রাখাটা জরুরি। আর এখানেই সাবিনাদের এই সাফল্য খেলার অর্জন ছাপিয়ে অনেক বড় মাত্রা পেয়ে গিয়েছে।

ফাইনালের আগে বাংলাদেশ দলের রাইট উইঙ্গারের স্ট্যাটাস রীতিমতো ভাইরাল হয়ে গেছে। যেখানে তিনি বলেছেন, ‘ফাইনালে আমরা একজন ফুটবলারের চরিত্রে মাঠে লড়ব এমনটা নয়, ১১ জনের যোদ্ধাদল মাঠে থাকবে, যে দলের অনেকে এই পর্যন্ত এসেছে বাবাকে হারিয়ে, মায়ের শেষ সম্বল নিয়ে, বোনের অলংকার বিক্রি করে, অনেকে পরিবারের একমাত্র আয়ের অবলম্বন হয়ে।’

জিতেছেনও সানজিদারা। তারা নিজেরা জিতেছেন, জিতিয়েছেন বাংলাদেশকে। তাই বলতেই হয় অভিনন্দন সানজিদা! অভিনন্দন বাংলাদেশ! সাব্বাশ বাংলাদেশ!

ছবি-ফেসবুক 

শেয়ার করতে:

You cannot copy content of this page