উড়ন্ত বাইক

উড়ন্ত বাইক! ট্রাফিক জ্যাম এখন অতীত

তৃতীয়পক্ষ ওয়েব- এবার থেকে উড়ে যান আকাশে। স্বপ্ন যদি দেখে থাকেন, তাহলে পূরণ হলো বলে। হ্যাঁ ঠিক শুনছেন, বিশ্বের প্রথম উড়ন্ত বাইক লঞ্চ করা হয়েছে। হোক না ট্রাফিক জ্যাম, আপনি মুহূর্তেই সে সব কাটিয়ে আকাশে উড়ে যেতে পারবেন। সময়ের আগে অন্য শহরেও পৌঁছতে পারেন।

AERWINS Technologies  নামক জাপানের এক স্টার্টআপ কোম্পানি এই বাইকটি তৈরি করেছে। ১৫ সেপ্টেম্বর এক গাড়ি প্রদর্শনী শো’তে লঞ্চ করা হয়েছে এই বাইক। বাইকটির প্রশংসায় পঞ্চমুখ বিশেষজ্ঞরা।

বাইকটির নাম Xturismo। ডেট্রয়েট অটো শো-র ভাইস প্রেসিডন্ট  এই বাইকের প্রশংসা করেছেন। তিনি এই বাইকে চড়ে তার অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।

এই বাইকটি মানুষের স্বপ্নকে বাস্তবে পরিণত করবে এমনটাই মনে করছে সংস্থাটি। তবে এর দাম শুনে ভিরমি খাওয়ার জোগার নেটিজেনদের। ৭ লাখ ৭৭ হাজার ডলার এই বাইকটির। ভারতীয় মুদ্রায় এই বাইকের দাম ৬ কোটি ১৮লাখ টাকা।

বাইকটির ওজন হলো ৩০০ কেজি। এই উড়ন্ত বাইকটি ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে উড়তে পারে বলে জানিয়েছে সংস্থা। আগামী দিনে আরও যে ছোট বৈদ্যুতিক মডেল লঞ্চ করা হবে, যার দাম কিছুটা কম হবেই বলে আশা। কালো, নীল এবং লাল রঙে জাপানে এই বাইক লঞ্চ করা হয়েছে। ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এটি বিক্রি শুরু করার পরিকল্পনাও রয়েছে সংস্থার। তবে ভারতের বাজারে কবে এই বাইক লঞ্চ করা হবে সে ব্যাপারে এখনও কোন তথ্য সামনে আসেনি।

শেয়ার করতে:

You cannot copy content of this page