নিয়মিত মেকআপ করেন? সপ্তাহে একবার করুন এই ফেসিয়াল!

কাজের প্রয়োজনে হোক বা শখে আপনি কি প্রতিদিনই কম-বেশি মেকআপ করে থাকেন? সুন্দর দেখতে লাগা যেমন সুন্দর তেমনই সুন্দর থাকাটাও একই রকমভাবে প্রয়োজন। কারণ নিত্যদিন মেকআপ করলে ত্বকের নানারকম সমস্যা দেখা দিতে পারে।

কারণ মেকআপে থাকা কেমিক্যাল জাতীয় দ্রব্য ত্বকের স্বাভাবিক জৌলুস হারিয়ে দিতে পারে, তাই ত্বকের ধরণ অনুসারে আপনাদের জন্য রইলো ফেসিয়াল টিপস, যা সপ্তাহে অন্তত একদিন করে ব্যবহার করলেই ত্বক থাকবে সুস্থ ও সুন্দর।

** সব ধরণের ত্বকের মধ্যে তৈলাক্ত ত্বক কিন্তু সবচেয়ে বেশি বিরক্তিকর। আর এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে বাড়ি বসেই ট্রাই করতে পারেন এই ফেসিয়ালটি| এর জন্য যা যা দরকার- ২ টেবিল চামচ বেসন, ৫ ফোঁটা লেবুর রস, ২-৩ টেবিল চামচ দুধ, জল প্রয়োজন মতো

প্রত্যেকটি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতটাই ভালো করে মেশাতে হবে যাতে কোনও লাম্প না থাকে। এবার মিশ্রণটি সারা মুখে ও গলায় লাগিয়ে নিন। এইভাবে ২০ মিনিট রেখে মুখ ধুয়ে নিন। সপ্তাহে একবার করে অবশ্যই এটি ব্যবহার করুন।

** শুষ্ক ত্বক যাদের তাদের ক্ষেত্রেও সমস্যা কিন্তু কম নয়। যা যা লাগবে – ১ টেবিল চামচ চন্দনের গুড়ো, ১/৪ চা-চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ গোলাপ জল

উপকরণগুলি মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি মুখে ১৫ মিনিট রেখে দিন। এরপর ঠান্ডা জলে মুখ ভাল করে ধুয়ে নিন। এই ফেসপ্যাকটি সপ্তাহে তিন দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। চন্দন আপনার ত্বকের ড্রাই প্যাচ এবং ফ্ল্যাকিনেস দূর করতে বিশেষভাবে সাহায্য করে।শুধু তাই নয় চন্দন কিন্তু ত্বককে ময়েশ্চারাইজড করতে বিশেষভাবে সাহায্য করে।

শেয়ার করতে:

You cannot copy content of this page