Beauty: পেঁপে দিয়ে হোক ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান

পেঁপে দিয়েই হোক ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান 
তৃতীয় পক্ষ রূপকথা: ঘরের কাজ ও বাইরের কাজ সামলাতে সামলাতে নিজের পরিচর্যা করা আর হয়ে ওঠে না। পাঁচরকমের জিনিস মিশিয়ে প্যাক বানাতে অনেকেরই ইচ্ছে হয় না, আবার সব জিনিস হাতের কাছে পাওয়াও যায় না।
কিন্তু যদি একটি উপাদান দিয়েই বানিয়ে নিতে পারেন মুখের মুশকিল আসান প্যাক? তাতে কখনও সখনও ছোটখাটো জিনিস যোগ করতে হতে পারে বটে, কিন্তু সে সবও দারণ সহজলভ্য! আপনার হাতের কাছেই রয়েছে এমন একটি উপাদান যা একটুখানি মুখে মেখে নিলেই আপনার ত্বক পাবে পরিপূর্ণ পুষ্টি, ত্বকের বেশ কিছু সমস্যাও কমবে। যেমন, পাকা পেঁপে। অনেকেই পাকা পেঁপে খেতে ভালোবাসেন। শুধু কয়েকটা টুকরো নিয়ে নিন মুখে মাখার জন্য। জেনে নিন কীভাবে-
• প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তুলতে চান গায়ের রং? পাকা পেঁপে বেছে নিন। পেঁপে চটকে নিন, আধকাপ মতো। এবার তাতে একটা গোটা পাতিলেবুর নিংড়ে ভালো করে ঘেঁটে মিশিয়ে নিন। এই মিশ্রণ পুরো মুখে, গলায়, হাতে মেখে আধঘণ্টা রাখুন, তার পর ঠান্ডা জলে ধুয়ে ফেলবেন।
• মুখে ব্রণর দাগ থেকে শুরু করে হাঁটু বা কনুইয়ের কালচেভাব, সবই কমাতে পারে পেঁপে। তবে তার জন্য দরকার কাঁচা পেঁপে। ব্লেন্ডারে দিয়ে পেঁপের টুকরোটা থেঁতো করে নিন, তাতে একচাচামচ পাতিলেবুর রস মেশান। এবার এই মিশ্রণটা লেপে দিন কনুই আর হাঁটুতে। ব্রণর দাগের উপরেও লাগাতে পারেন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। নিয়মিত কয়েকবার করলে দাগ হালকা হতে শুরু করবে।
• পেঁপেতে থাকা আলফা হাইড্রক্সিল অ্যাসিড মুখে বয়সের দাগছোপ পড়তে দেয় না, কাছেই ঘেঁষতে দেয় না ত্বকের সূক্ষ্ম রেখা ও বলিরেখাকে। পাশাপাশি পেঁপের ভিটামিন ই আর সি ত্বক তরতাজা করে তোলে। পাকা পেঁপে আধকাপ চটকে তাতে এক টেবিলচামচ দুধ আর অল্প মধু মিশিয়ে মুখে গলায় লাগিয়ে নিন। ২০ মিনিট মতো রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার ব্যবহার করলেই ম্যাজিকের মতো ফল পাবেন।

শেয়ার করতে:

You cannot copy content of this page