যার ডাকে রাত দখলে নামছেন মেয়েরা, তিনি রিমঝিম

যার ডাকে রাত দখলে নামছেন মেয়েরা, তিনি রিমঝিম 
তৃতীয়পক্ষ ওয়েবডেস্ক: আগামীকাল ১৫ই আগস্ট! স্বাধীনতা দিবস। তার আগে ১৪ই আগস্ট অর্থাৎ আজ ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে স্বর্ণাক্ষরে এমনটা মনে করছেন অনেকেই। আজ মেয়েদের রাত দখলের লড়াই। আর এই ডাক যিনি দিয়েছেন, তিনি হলেন রিমঝিম। তার এক ডাকে রাজ্যের বিভিন্ন কোণে প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে। ‘রাত দখলের কর্মসূচী’ করবেন দিল্লি, বেঙ্গালুরুতে অবস্থিত বাঙালিরাও।
রিমঝিম বোধহয় এতটা ভাবতে পারেননি। গত ১০ আগস্ট ফেসবুকে পোস্ট করেছিলেন সমস্ত মেয়েদের রাত দখলের জন্য। এরপরেই তা ছড়িয়ে পড়ে সর্বত্র। তার এই ডাক আজ সকলের ডাক। সমাজবিদ্যার ছাত্রী রিমঝিম গবেষণা করছেন গৃহশ্রমিক নিয়ে। তার এই আহ্বানে এত লোকের সাড়া, যারপরনাই বেশ সাহসী করে তুলেছে।
আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। সেই প্রেক্ষাপটেই প্রতিবাদের ডাক দিয়েছিলেন রিমঝিম। তার বক্তব্য, ‘যখন আমি দেখলাম প্রিন্সিপালের বক্তব্য , কেন ওই মহিলা চিকিৎসক এত রাতে সেমিনার রুমে গিয়েছিলেন, তখনই ভাবলাম এর প্রতিবাদ করা উচিত। আমিও তো অনেক সময়ে পড়াশুনো করে, কাজ সেরে অনেক রাতে বাড়ি ফিরি।’ কেন সরকারি হাসপাতালে প্রয়োজনীয় পরিকাঠামো থাকবে না, সেই প্রশ্ন তুলে রিমঝিম বলেছেন, এখানে আসল বিষয়়টি ‘লঘু’ হয়ে যাচ্ছে। ‘‘নারীদের স্বাধীনতা নারীদেরই বুঝে নিতে হবে” এমনটাই জানিয়েছেন তিনি।
শাসকদলের অনেকেই বলতে শুরু করেছেন, মহিলাদের রাত দখলের কর্মসূচিতে ‘বাম-রাম’ যোগ রয়েছে। এক্ষেত্রে রিমঝিম জানিয়েছেন, কোনও রাজনোইতিক দলের উপর তার আস্থা নেই। তবে নারী স্বাধীনতা কী, পরিকাঠামো কী হওয়া উচিৎ, সে সব নিয়ে রিমঝিমের কিছু বক্তব্য রয়েছে। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনও তাঁকে ডাকেন? সংসদীয় রাজনৈতিক দলগুলির উপর ‘অনাস্থা’ থাকলেও তিনি যাবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। এর সঙ্গে এ-ও বলছেন, রাজনীতির বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন। আজকের রাত জবাবের রাত। মেয়েদের লড়াই মেয়েরাই করবে। জিতে নেবে এই আশাই রয়েছে তার।

শেয়ার করতে:

You cannot copy content of this page