Beauty Tips: ত্বক ভালো রাখতে ডায়েটে রাখুন এই কয়েকটি সুপারফুড!
তৃতীয়পক্ষ ওয়েবডেস্কঃ ভালো থাকতে যেমন শরীর সুস্থ রাখতে হয়, ত্বক (Beauty Tips)ভালো রাখতেও প্রয়োজন পুষ্টি, অ্যান্টিঅক্সিড্যান্ট। এর জন্য চাই সুপারফুড (Superfood)। হাইড্রেশন থেকে শুরু করে প্রদাহ, বার্ধক্য , ইভেন স্কিনটোন – ত্বকের সব সমস্যার মোকাবিলা করার জন্য সবচেয়ে ভালো এগুলি।
ত্বকের হাইড্রেশনের খেয়াল রাখে অ্যাভোক্যাডো। অ্যান্টি-এজিং অ্যান্টিক্স হিসেবে কাজ করে ব্লুবেরি। প্রদাহের বিরুদ্ধে লড়াই করে হলুদ। শুধুমাত্র প্রাতরাশের স্মুদির জন্য নয়; ত্বকের সুপারহিরোও এগুলি। রোজকার স্কিনকেয়ার রুটিনে সুপারফুডগুলি বিশেষভাবে উপকারী। কারণ এদের বহুমুখী গুণাগুণ। সুপারফুডগুলিকে ত্বকের যত্নের রুটিনে বিভিন্ন উপায়ে অন্তর্ভুক্ত করতে পারেন। মাস্ক, সিরাম, বা ফ্রুট ফেসিয়াল এর ক্ষেত্রে।
যেমন অ্যাভোক্যাডো। হাই প্রোটিন এই ফল আপনি খেতে পারেন স্যালাডের সঙ্গে কিংবা স্মুদিতে। এর ফ্যাট এবং ভিটামিন ডিহাইড্রোয়েড ত্বকের যত্ন নেয় অনায়াসেই। এই ফল পেস্ট করে দই, মধু মিশিয়ে আপনি মাস্ক বানাতে পারেন।
এছাড়া ত্বকের যে কোনও অ্যালার্জি বা ইরিটেশনের জন্য অ্যালোভেরা খুবই উপকারী। এই জেল আপনি সরাসরি ত্বকে ব্যবহার করতে পারেন কিংবা সকালে ডিটক্স ওয়াটার হিসেবেও খেতে পারেন।
রোদে পোড়া ত্বকের জন্য উপকারী হতে পারে ব্লুবেরি। এর অ্যান্টিঅক্সিডেন্ট রেডিক্যালস কমিয়ে ত্বকের বয়স ধরে রাখতে সাহায্য করে।
আরও একটি ফল উপকারি সেটি হল বেদানা। এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত চিয়া সিড। এগুলো ত্বকে ময়েশ্চারাইজারের ব্যালেন্স বজায় রাখে। ত্বকের কালো দাগ ব্রণ এসব থেকে রেহাই পেতে খুবই ভালো এগুলি।