before wedding

ত্বকের যত্নে ফেসপ্যাক

রূপকথাঃ- সামনেই কি বিয়ে? বিয়ের আগে ত্বকের জৌলুস বাড়াতে সারাদিনে কাজের মাঝে একটু সময় বের করে ফেসপ্যাক লাগান। নিজেকে ভালো রাখতে, সুন্দর দেখাতে এটুকু তো করতেই হবে। একান্তই যদি রোজ সময় না পান তাহলে ছুটির দিনে ফেসপ্যাক ব্যবহার করুন। ফেসপ্যাক ত্বকের ভেতরে গিয়ে পুষ্টি জোগায়, ফলে ত্বকের নানা সমস্যা দূর হওয়ার পাশাপাশি ত্বকের জেল্লা বাড়ে। ত্বক হয়ে ওঠে মসৃণ ও প্রাণবন্ত। চটপট জেনে নিন এই ফেসপ্যাকগুলি’র কথা-

স্বাভাবিক ত্বকের জন্য- ৩ চামচ গাজর বাটা, দু’চামচ বেসন, দু’চামচ মধু ও ১ চামচ দুধ মিশিয়ে প্যাক তৈরি করে মুখে ও গলায় লাগিয়ে নিন। ২০ মিনিট অপেক্ষা করে ভিজে হাতে ঘষে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

শুষ্ক ত্বকের জন্য- দু’চামচ মাখনের সঙ্গে দু’চামচ মধু ভাল ভাবে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকে এই প্যাক দারুণ কাজ করে।

তৈলাক্ত ত্বকের জন্য- ৪ চামচ মটর ডাল বাটার সঙ্গে দু-চামচ মধু ও এক চামচ লেবুর রস ভাল করে মিশিয়ে নিন।এবার মিশ্রণটি সারা মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট অপেক্ষা করে ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।

শেয়ার করতে:

You cannot copy content of this page