তিনটি উপকরণেই বানিয়ে ফেলুন বেসনের লাড্ডু

তৃতীয়পক্ষ জমাটি রান্না- মিষ্টি খাওয়ার জন্য মনটা বড়ো ছটফট করছে? সমাধান কিন্তু আপনার হাতের কাছেই রয়েছে! সহজ কিছু মিষ্টি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এবং যত্ন নিয়ে বানালে তা দোকানের চেয়ে কোনও অংশে খারাপ হবে না। জেনে নিন তাহলে বেসনের লাড্ডু বানানোর সহজ রেসিপি।

উপকরণ
১ কাপ বেসন
১ কাপ চিনি
১ কাপ ঘি
বড়ো এলাচের গুঁড়ো
ছোটো ছোটো টুকরো করে কাটা নানা ধরনের বাদাম, না দিলেও চলবে

পদ্ধতি

  1. প্রথমে চিনি আর ½ কাপ জল নিয়ে গ্যাসে বসান।
  2. ফুটে গাঢ় হয়ে গেলে আঁচ বন্ধ করে নামিয়ে নিন।
  3. বাড়িতে জাফরান থাকলেও দিতে পারেন সামান্য, রসে সুন্দর গন্ধ হবে- না দিলেও চলবে অবশ্য।
  4. এবার নন স্টিক ফ্রাই প্যানে বেসন নিয়ে কম আঁচে নাড়াচাড়া করুন। আঁচ বাড়ালে কিন্তু বেসন পুড়ে যাবে।
  5. বাদামের কুচি আর এলাচের গুঁড়ো দিয়ে দিন।
  6. সুগন্ধ বেরোলে ঘি মেশান সাবধানে।
  7. পুরোটা মিশে গেলে রসটাও একইভাবে মিশিয়ে দিন, তবে চিনির রস কিন্তু খুব গরম হয়। তাই সাবধান।
  8. এবার স্প্যাটুলা দিয়ে নেড়ে ভালো করে মেশাতে হবে।
  9. কড়াইয়ের ধারে ঘি ভেসে উঠলেই বুঝবেন মিশ্রণ রেডি।
  10. নামিয়ে অল্প ঠান্ডা করেই হাতে অল্প ঘি মাখিয়ে লাড্ডু বানিয়ে নিন।
  11. ঘি মাখানো থালায় ঢেলে বরফি হিসেবেও কেটে নিতে পারেন।
  12. ফ্রিজের বাইরে বেশ কিছুদিন ভালো থাকবে এই লাড্ডু।
শেয়ার করতে:

You cannot copy content of this page