Rahul gandhi

৩,৫৭০ কিমি, ১২টি রাজ্য, ১৫০ দিন: রাহুলের সঙ্গে কংগ্রেসের পুনরুজ্জীবন যাত্রা  

তৃতীয়পক্ষ ওয়েব- কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সূচনা হচ্ছে আজ। এদিন বুধবার সংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বাবা রাজীব গান্ধীর সমাধিস্থলে গিয় শ্রদ্ধা জানিয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন অন্যান্য নেতা, কর্মীরাও। কন্যাকুমারী থেকে শুরু হবে দেশের পুরনো দলের ভারতকে ঐক্যবদ্ধ করার এই যাত্রা।

৭ সেপ্টেম্বর থেকে শুরু করে এই যাত্রা চলবে ১৫০ দিন। এ কয়েকদিন রাহুল গান্ধী কোনু হোটেলে থাকবেন না। তিনি একটি কন্টেনারে রাত কাটাবেন। এই সময় ৩ হাজার ৫৭০ কিমি পথ হাঁটবেন তিনি। কন্যাকুমারী থেকে কাশ্মীরে গিয়ে শেষ হবে এই যাত্রা। যাত্রাপথে পড়বে ১২টি রাজ্য।

লোকসভা নির্বাচনের ঘন্টা বেজে গেছে। আর নির্বাচনকে সামনে রেখেই দলকে চাঙ্গা করতে কংগ্রেসের এই কর্মসূচী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই যাত্রা একেবারে অন্যরকম৷ কোনও বিলাসবহুল ব্যবস্থা রাখা হয়নি কংগ্রেস সাংসদের জন্য৷ যে কন্টেনারে তিনি থাকবেন সেখানেই থাকবে সব ব্যবস্থা৷ এরকম ৬০টি কন্টেনার কন্যাকুমারীতে আগেই পাঠানো হয়েছে। যা একত্রে একটি ছোটখাটো গ্রামের মতো দেখতে৷

প্রতিদিন রাতে নতুন নতুন জায়গায় থামবে তাঁদের যাত্রা৷ সেখানেই খানিকক্ষণের জন্য তৈরি হবে অস্থায়ী এই গ্রাম৷ রাজীব-সোনিয়া পুত্রের সঙ্গে একসঙ্গে খাওয়াদাওয়া করবেন নেতারা৷ তথ্যসূত্রে খবর, এই দীর্ঘ যাত্রাপথে কংগ্রেস সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন৷ এতে দলের সঙ্গে তৃণমূল স্তরের মানুষের সংযোগ তৈরি হবে৷ ১৯৯১ সালের ২১ মে শ্রীপেরামবুদুরে নির্বাচনী প্রচারে গিয়ে বোমা বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির দেহ৷ তাই ভারতকে ঐক্যবদ্ধ করার আগে রাহুল গান্ধী বাবার কাছে গিয়ে প্রার্থনা করেন।

শেয়ার করতে:

You cannot copy content of this page