প্রধানমন্ত্রীর হেলিকপ্টারকে লক্ষ্য করে ওড়ানো কালো বেলুন, গ্রেফতার চার কংগ্রেস কর্মী

তৃতীয়পক্ষ ওয়েব- দেশের প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তার ঘেরাটোপে আবদ্ধ থাকেন সবসময়। কিন্তু এরই মধ্যে ঘটে গেল বড়ো বিপত্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্ধপ্রদেশ সফরের সময় কেশরপল্লী এলাকায় তার হেলিকপ্টারকে লক্ষ্য করে ছুঁড়ে দেওয়া হলো এক ঝাঁক কালো গ্যাস বেলুন।

তথ্যসূত্রে খবর, নরেন্দ্র মোদী এদিন অন্ধপ্রদেশের গান্নাভরম বিমানবন্দর থেকে বিশেষ হেলিকপ্টারে করে বিজয়ওয়াড়ার দিকে রওনা দিয়েছিলেন। সেই সময় কালো বেলুন ওড়ানো হয়। আর এই বেলুন ওড়ানোর অভিযোগ ছুঁড়ে দেওয়া হয়েছে স্থানীয় কংগ্রেস কর্মীদের উপর। এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত চারজন গ্রেফতার। এলাকায় কংগ্রেস কর্মী হিসেবেই পরিচিত তাঁরা।

প্রসঙ্গত নরেন্দ্র মোদীর অন্ধ্রপ্রদেশ সফরের সময় তাদের মূল উদ্দেশ্য ছিল বিক্ষোভ প্রদর্শন করা। আর সেই কারণেই প্রধানমন্ত্রী বিমানবন্দরে এসে পৌঁছানোর সময় স্থানীয় কংগ্রেসের কর্মীরা মোদীর বিরুদ্ধে স্লোগান তুলতে শুরু করেছিলেন। তাদের হাতে ছিল মোদী বিরোধী একাধিক পোস্টার ব্যানারও। এরপরই বেশ কয়েকজন কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্য থেকে গ্যাস বেলুন আকাশের দিকে উড়িয়ে দেওয়া হয়।

এদিকে প্রধানমন্ত্রী বা কোনও ভিআইপির হেলিকপ্টার যাওয়ার সময় সেই এলাকায় বেলুন ড্রোন ইত্যাদি ওড়ানো পুরোপুরি নিষিদ্ধ। এছাড়াও, কোনও রাজ্যে সফরের সময় প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দানের দায়িত্ব বর্তায় সেই রাজ্যের পুলিশের উপর। যার ফলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে অনেক প্রশ্ন। যদিও প্রধানমন্ত্রীর কোনরকম ক্ষয়ক্ষতি হয়নি এই ঘটনায়।

শেয়ার করতে:

You cannot copy content of this page