দু’ মাসেই ১৫ হাজার শিক্ষক নিয়োগ,এসএসসি প্রার্থীদের জন্য বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর!

তৃতীয়পক্ষ ওয়েব- আদালতের জট কাটিয়ে উঠে আগামী দুই মাসের মধ্যে ১৫ হাজার শিক্ষক নিয়োগ হবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশা করছেন । একই দিনে বিধানসভায় এক বৈঠকে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রীর কথায়, আদালতের নির্দেশ অনুযায়ী চাকরিপ্রার্থীদের অভিযোগ নিষ্পত্তির চেষ্টা চলছে।

প্রসঙ্গত, মামলা চলার জেরে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে থমকে। কলকাতা হাইকোর্টের নির্দেশেই চাকরিপ্রার্থীদের অভিযোগের শুনানি চালাচ্ছে কমিশন । রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে ঢিলেমি ও নানারকমের আইনি জটিলতা, টেট দুর্নীতি প্রসঙ্গে প্রশ্ন করা হয় তাঁকে। সেই প্রশ্নের উত্তরেই ব্রাত্য বসু এদিন জানান, যত দ্রুত সম্ভব শিক্ষক নিয়োগ করা হবে।

স্কুল সার্ভিস কমিশন সূত্রে পাওয়া খবর, এখনও পর্যন্ত প্রায় পাঁচ হাজার চাকরিপ্রার্থীর অভিযোগের নিষ্পত্তি করার প্রক্রিয়া চলছে ৷ যেভাবে অভিযোগের নিষ্পত্তি করতে শুনানি চলছে, তাতে ডিসেম্বরের মধ্যেই সমস্ত অভিযোগের নিষ্পত্তি করা সম্ভব হবে বলেই আশা প্রকাশ করেছে কমিশন৷ মূলত, কমিশনে প্রায় ১৮ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে বলে তথ্যসূত্রে খবর৷

শেয়ার করতে:

You cannot copy content of this page