বড় ধাক্কা দিল BSNL, সবথেকে সস্তায় প্ল্যান লঞ্চ করে টানছে গ্রাহকদের

তৃতীয়পক্ষ ওয়েব- টেলি কমিউনিকেশন গ্রাহকদের জন্য প্রতিনিয়তই নিত্য নতুন অফারের ডালি সাজিয়ে নিয়ে আসে টেলিকম সংস্থাগুলো। রীতিমত প্রতিযোগিতা করে গ্রাহকদের নিজেদের দিকে টানার জন্য যতটা সম্ভব সস্তার এবং আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয় তারা।

সম্প্রতি Airtel, Vi, Jio-  টেলিকম সংস্থাগুলি রিচার্জ মূল্য বেশ কিছুটা করে বাড়িয়েছে। প্রতিটি রিচার্জে নূন্যতম প্রায় ২০ শতাংশ দাম বেড়ে গিয়েছে। যার ফলে এই দুর্মূল্যের বাজারে চিন্তায় পড়ে গিয়েছেন গ্রাহকরা।

ভোডাফোন ও আইডিয়া অর্থাৎ Vi সংস্থা গত ২৫ শে নভেম্বর থেকে তাঁদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। Airtel সংস্থা বাড়িয়েছে গত ২৬ শে নভেম্বর থেকে এবং আম্বানির সংস্থা জিও রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে গত ১ লা ডিসেম্বর থেকেই। যার ফলে চাপে পড়েছে সাধারণ মানুষজন।

এই পরিস্থিতিতে গ্রাহকদের সুবিধার্থে প্রিপেড প্ল্যান গুলির মূল্য একই রেখেছে সরকারি অধীনস্থ সংস্থা বিএসএনএল (BSNL)। গ্রাহকদের মাথার উপর থেকে চিন্তা দূর করতে সস্তার প্ল্যান নিয়ে এল BSNL। যেখানে ১০৭ টাকা রিচার্জেই গ্রাহক পেয়ে যাবেন ৯০ দিনের ভ্যালিডিটি। তার সঙ্গে থাকবে আরও কিছু বিশেষ সুবিধাও।

BSNL-এ ১০৭ টাকার রিচার্জ প্ল্যানে থাকছে আনলিমিটেড ভয়েস কলের সুবিধার সঙ্গে ইনকামিং কলের সুবিধাও। মোট 10 জিবি ডেটা পাচ্ছেন গ্রাহকরা। সঙ্গে থাকছে দৈনিক 100 টি এসএমএস-এর সুবিধাও। আর প্ল্যানটির ভ্যালিডিটি থাকবে 90 দিন।

শেয়ার করতে:

You cannot copy content of this page