BUIE-র পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠান

BUIE-র পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠান

তৃতীয়পক্ষ ওয়েব- আজ ১৯ সেপ্টেম্বর, ২০২২ যে প্রতিষ্ঠানটি তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু স্বহস্তে উদ্বোধন করেছিলেন ১৯৯৮-এর এই দিনটিতে,সেই বাঁকুড়া উন্নয়ন ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের (BUIE) পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা হলো পতাকা উত্তোলনের মাধ্যমে। প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি বিশিষ্ট সমাজকর্মী শশাঙ্ক দত্ত পতাকা উত্তোলন করেন। রক্তদান করলেন মোট ৬৪ জন। প্রতিষ্ঠানের উদ্ভাবিত নতুন একটি মেকানাইজ ঢেঁকির উদ্বোধন করেন ডাঃ অমিতাভ চট্টরাজ।

বাঁকুড়া জেলায় যখন কোনও ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল না সেই সময় তার অভাব পূরণ করার জন্য বাঁকুড়া উন্নয়নীর উদ্যোগে শুরু হয়ে প্রচেষ্টা। প্রয়াত অশ্বিনী পতি দান করেছিলেন জমিসহ তাঁর স্কুলের বিল্ডিং, অর্থের জন্য আয়োজিত হয়েছিল দান মেলা।

জনগণের আর্থিক অনুদানে এই প্রতিষ্ঠানের জন্ম হওয়ায় সূচনা থেকেই তার লক্ষ্য ছিল অভাবী কিন্তু মেধাবী শিক্ষার্থীদের জন্য জায়গা করে দেওয়া। সেই লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে পঁচিশ বছরের গৌরবময় ঐতিহ্যের সৃষ্টি করল। এই উপলক্ষে উপস্থিত ছিলেন দুর্গাপুর এন. আই. টি.-র ডিরেক্টর অনুপম বসু, ডাঃ অমিতাভ চট্টরাজ, গুণময় কুণ্ডু, প্রতীপ মুখার্জি, উদয় অধ্বুর্য, ভজন দত্ত প্রমুখ।

শেয়ার করতে:

You cannot copy content of this page