অবশেষে বড়ো জয়, ৩৯২৯ শূন্যপদে নিয়োগ টেট প্রার্থীদের
তৃতীয়পক্ষ ওয়েব- ৩৯২৯টি শূন্যপদ নিয়ে মামলা চলছিল। সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল ওইসব শূন্যপদে নিয়োগ করতে হবে। ২০১৪-র টেট উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকেই ওই শূন্যপদে নিয়োগ করতে হবে, এমনটাই নির্দেশ দিল হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। ২০১৪-র টেট উত্তীর্ণ প্রার্থীরা কিছুটা স্বস্তি পেলেন এই নির্দেশে।
২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ এবং ২০২০ সালে দু’টি নিয়োগ প্রক্রিয়া হয়। ২০২০ সালের নিয়োগে ১৬ হাজার ৫০০ পদে নিয়োগ হওয়ার কথা ছিল। কিন্তু আরটিআই-এ জানা যায় সাড়ে ১২ হাজার পদে নিয়োগ হয়েছিল। ৩৯২৯ পদে নিয়োগ করা হয়নি সেইসময়। সেই শূন্যপদ পূরণের আর্জিতেই মামলা হয়েছিল।
এই রায়ে প্রার্থীরা কিছুটা স্বস্তি পেয়েছেন ঠিকই। তবে, তাঁদের মুখে একটাই প্রশ্ন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০ হাজার পদে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই কথা রাখা হল না কেন? অন্যদিকে, পর্ষদ এখনও পর্যন্ত মেধাতালিকা প্রকাশ করেনি। যার ফলে প্রার্থীদের মধ্যে এখনও বিভ্রান্তি আছে।
প্রসঙ্গত, পাঁচ বছর বাদে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১১ ডিসেম্বর টেট পরীক্ষা রয়েছে।