বেতনে প্রকোপ রাজ্য সরকারী কর্মচারীদের উপর, আশঙ্কা মমতার

তৃতীয়পক্ষ ওয়েব- গোটা দেশের অর্থনৈতিক পরিস্থিতির দিকে খেয়াল করে উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বৃহস্পতিবার নবান্নতে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ নিয়ে এক বৈঠকে এই আশঙ্কার কথা জানালেন। প্রশ্ন উঠছে, এতে কি প্রভাব পড়তে পারে সরকারী কর্মচারীদের বেতনেও?

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান,  ‘আগামী দিনে সব রাজ্য মাইনে ঠিক মতো দিতে পারবে কি না আমার জানা নেই। কেন্দ্রীয় সরকার ঠিক মতো জিএসটিও দিচ্ছে না। মাদের এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু প্রাপ্য দিচ্ছে না। সব কিছুতেই সেস লাগিয়ে দিচ্ছে। যার ফলে তার ভাগ রাজ্য পাচ্ছে না। কেন্দ্রের কাছে এখনও পর্যন্ত ৯০ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। আমি কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করব, এই করোনা পরিস্থিতির জন্য জিএসটি বাবদ ক্ষতিপূরণ দেওয়ার মেয়াদ আরও ৫ বছর বৃদ্ধি করুন’।

এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ‘দেশের অর্থনীতির অবস্থা তলানিতে ঠেকেছে। মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া। জ্বালানির দাম নিয়ন্ত্রণে নিয়ে আসতে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা করা উচিত। এছাড়াও কেন্দ্রীয় সরকার রাস্তায় টোল ট্যাক্স যেভাবে বাড়িয়েছে এতে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপাতত টোল ট্যাক্স নেওয়া বন্ধ রাখতে হবে’।

শেয়ার করতে:

You cannot copy content of this page