লোহার বদলে কম্পোজিট সিলিন্ডার, অতিরিক্ত ৮০০ টাকা! মাশুল গুনবে জনগন

লোহার বদলে কম্পোজিট সিলিন্ডার, অতিরিক্ত ৮০০ টাকা! মাশুল গুনবে জনগন

তৃতীয়পক্ষ ওয়েবডেস্কঃ বদল আসছে রান্নার গ্যাসের লোহার সিলিন্ডারে। লোহার সিলিন্ডারের বদলে গ্রাহকদের নিতে হবে কম্পোজিট সিলিন্ডার। গুনতে হবে অতিরিক্ত ৮০০ টাকা প্রত্যেক গ্রাহককে।
বর্তমানে নতুন গ্যাস (Gas)সংযোগ নিতে গেলে লোহার সিলিন্ডারের ক্ষেত্রে গ্রাহককে দিতে হয় ২ হাজার ২০০ টাকা। সেই জায়গায় কম্পোজিট সিলিন্ডারের জন্য জমা করতে হবে ৩ হাজার টাকা। অর্থাৎ সিলিন্ডার বদল করে বাড়ানো হচ্ছে অতিরিক্ত ৮০০ টাকা। ডাবল সিলিন্ডারের সংযোগ নিলে দিতে হবে বর্তমান খরচের উপর জমা করতে হবে ১ হাজার ৬০০ টাকা। সেই সঙ্গে পুরনো গ্রাহকদেরও এখনকার লোহার সিলিন্ডার পাল্টে কম্পোজিট সিলিন্ডার নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
এই কম্পোজিট (Composite) সিলিন্ডার লোহার সিলিন্ডারের তুলনায় অনেকটাই হালকা। নতুন এই কম্পোজিট সিলিন্ডারে রয়েছে অনেক সুবিধা। এই সিলিন্ডার যে ভাবে বানানো হয়েছে তাতে বাইরে থেকেই দেখা যাবে কতটা গ্যাস রয়েছে।

শেয়ার করতে:

You cannot copy content of this page