বিশিষ্ট শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায় পরলোকগমন করলেন
বিশিষ্ট শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায় পরলোকগমন করলেন
তৃতীয়পক্ষ ওয়েবঃ পরলোক গমন করলেন বিশিষ্ট শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়। গতকাল বিকেল সাড়ে ৪টা নাগাদ প্রয়াত হন অমল মুখোপাধ্যায় (Amal Mukhopadhyay)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান অবিস্মরণীয়। তাঁর মৃত্যু শোকের ছায়া সব মহলেই। তাঁর ছাত্র ছাত্রীরা প্রিয় শিক্ষককে সম্মান, শ্রদ্ধা জানাচ্ছেন, জানাচ্ছেন শোক বার্তা।
সূত্রের খবর, সকালে সবকিছু ঠিকঠাকই ছিল।এদিন সকালেও বাজারে গিয়েছিলেন তিনি। বাজার থেকে ফেরার সময়ই ঘটনাটি ঘটে। সিঁড়ি থেকে পড়ে যান তিনি। অসুস্থ শিক্ষাবিদকে হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হলে রবিবার বিকেলে মৃত্যু হয় তাঁর।