কোভিড আক্রান্ত হলে কতদিন পর প্রিকশন ডোজ?

তৃতীয়পক্ষ ওয়েব- করোনা আক্রান্ত হলে ৩ মাস প্রিকশন ডোজ নেওয়া যাবে না। করোনা থেকে সেরে ওঠার ৩ মাস পর নেওয়া যাবে বুস্টার ডোজ। এরকমই নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার।  এর কারণ হিসেবে জানা গেছে, ল্যাব পরীক্ষায় দেখা গিয়েছে যে করোনা আক্রান্ত হওয়ার তিন মাস পর্যন্ত কোভিড সংক্রমিত হওয়ার আশঙ্কা নেই। কেউ করোনা আক্রান্ত হলে প্রিকশন ডোজ ছাড়া সব ডোজের ক্ষেত্রেই তিন মাস পিছিয়ে দেওয়া হবে টিকাকরণ।

প্রসঙ্গত করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার ৩৯ সপ্তাহ পর প্রিকশন ডোজ নেওয়ার জন্য যোগ্য ষাটোর্ধ্বরা। কোভিডের তৃতীয় টিকা পাচ্ছেন স্বাস্থ্যকর্মী ও অন্যান্য কোভিড যোদ্ধারাও। তবে অনেকেই প্রিকশন ডোজ সংক্রান্ত পরামর্শ চেয়ে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল। এই বিষয়ে কেন্দ্র জানাল, কোভিড আক্রান্ত হলে ৩ মাস পর নিতে হবে প্রিকশন ডোজ।  স্বাস্থ্য আধিকারিকদেরও বিষয়টি মাথায় রাখতে বলা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে।

অন্যদিকে করোনার বুস্টার ডোজের পক্ষে সায় দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশে করোনার বুস্টার ডোজ চালু হলেও এতদিন বুস্টার ডোজকে অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  যদিও ওমিক্রন ঝড়ে জর্জরিত গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌমা স্বামীনাথন ও টিকাকরণের ডিরেক্টর ডঃ কেট ও’ব্রায়েন জানান, যাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি, তাদেরই সবার আগে বুস্টার ডোজ দেওয়া উচিত।

শেয়ার করতে:

You cannot copy content of this page