Covid in Kolkata: ১১টি মাইক্রো কন্টেনমেন্ট পয়েন্ট ঘোষণা কলকাতা পুরসভার
তৃতীয়পক্ষ ওয়েব-মাইক্রো কন্টেনমেন্ট পয়েন্ট ঘোষণা করল কলকাতা পুরসভা। ১১টি মাইক্রো কন্টেনমেন্ট পয়েন্ট করা হবে কলকাতায়। সেই এলাকাগুলিই মাইক্রো কন্টেনমেন্ট পয়েন্ট হিসাবে ঘোষিত হবে, যেখানে পাঁচ জনের বেশি আক্রান্ত। কলকাতা পুরসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সারা দেশের মতো রাজ্যেও করোনা সংক্রমণ ক্রমে বেড়ে চলেছে।
এক দিনের ব্যবধানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার পেরিয়ে গিয়েছে। অন্যদিকে এখন চলছে উৎসবের মরশুম। রাস্তায় মানুষের ভিড়ের কারণে আরও করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, প্রয়োজন হলে কন্টেনমেন্ট পয়েন্ট ঘোষণা করা হবে। আর সেই নিয়ম মেনেই কলকাতা পুরসভা শুক্রবার কন্টেনমেন্ট পয়েন্ট চিহ্নিত করা হয়েছে।
সাম্প্রতিক সংক্রমণের হার রাজ্যে ভয়ানক চেহারা নিতে পারে, সেই হিসেবে স্বাস্থ্য দফতরের তরফ থেকে চিঠি দিয়ে বেসরকারি হাসপাতালগুলিকে সতর্ক করা হয়েছে। রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছতে পারে ৩৫ থেকে ৩৬ হাজারে ৷ পরিস্থিতি মোকাবিলায় সতর্ক করে প্রস্তুতি নিতে বললেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী৷
সংক্রমণ রুখতে আরও কড়া হচ্ছে প্রশাসন। রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবারই ২ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ জুন মাসের পর ফের দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার পার করল৷ লাগাম যদি টেনে না ধরা হয় তবে আগামী কয়েকদিনে দৈনিক আক্রান্তের সংখ্যা কয়েক গুন বেড়ে ৩০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে দাবী করেছেন স্বাস্থ্য দফতর৷