সিপি আইএম

মানুষের মনে ছাপ ফেলার মতো আন্দোলন কোথায়? প্রশ্নের মুখে সিপিআইএম

তৃতীয়পক্ষ ওয়েব- বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল কলকাতা ও হাওড়ায়। সেই আঁচ এবার গিয়ে পড়েছিল দিল্লি অবদি। রাজনীতির এক টালমাটাল পরিস্থিতিতে রাজধানীতে বৈঠক বসেছে সিপিএম-এর পলিটব্যুরো। রাজ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং রাজ্যের সিপিএম নেতৃত্বের ভূমিকা নিয়ে অসন্তোষের বার্তাই উঠে এসেছে এমনটাই সূত্রের খবর। তবে শুধু পশ্চিমবঙ্গের সিপিআইএম নেতৃত্বই নয়, পাশাপাশি কেরলের দলীয় নেতৃত্বের ভূমিকা নিয়েও অসন্তোষের কথা উঠে এসেছে।

মানুষকে সংগঠিত করে জনগনের মনে ছাপ ফেলার মতো আন্দোলন গড়ে তোলা যাচ্ছে না কেন? সে নিয়ে দিল্লির বৈঠকে প্রশ্ন তোলা হয়েছে বলে সূত্রের খবর। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এছাড়া বাংলার প্রতিনিধিরাও ছিলেন সেখানে।

সাম্প্রতিককালে বর্ধমানে কার্জন গেট চত্বরে যেভাবে পুলিশি বাধা উপেক্ষা করে, আন্দোলন চালিয়েছিল বামেরা, সেটি নিয়ে বেশ জোর চর্চা চলেছে রাজ্য রাজনীতিতে। কার্জন গেট চত্বর থেকে যেভাবে বিশ্ব বাংলার লোগো উপড়ে ফেলা হয়েছিল, এ নিয়ে সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল সিপিএমকে। তবে সেই সময়ে আসানসোলে এক দলীয় কর্মসূচিতে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে দলীয় কর্মী ও সমর্থকদের পাশেই দাঁড়াতে দেখা গিয়েছে।

শেয়ার করতে:

You cannot copy content of this page