স্বস্তিতে ‘দিলবর গার্ল’, ২০০ কোটির আর্থিক প্রতারণা মামলায় ক্লিনচিট
তৃতীয়পক্ষ ওয়েব- বলিউডের ২ অভিনেত্রীর নাম বেআইনি আর্থিক মামলায়। ২০০ কোটি টাকার প্রতারণা মামলায় জড়িত ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে পুলিশ ও ইডির জেরার মুখে পড়ছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ ও নোরা ফতেহি। এরমধ্যে ইডির চার্জশিটে জ্যাকলিনের নাম রয়েছে। তবে নোরা ফতেহি অভিযুক্ত নন, তাঁকে সাক্ষী হিসাবে ধরা হয়েছিল। আরও কিছুটা স্বস্তি পেলেন ‘দিলবর গার্ল’।দিল্লি পুলিশের তরফে আর্থিক প্রতারণা মামলায় ক্লিনচিট দেওয়া হয়েছে অভিনেত্রী নোরা ফতেহিকে।
নোরা ফতেহির টিমের তরফ থেকে জানানো হয়েছে, দিল্লি পুলিশ জানিয়েছে সুকেশ চন্দ্রশেখর যে বিশাল আর্থিক প্রতারণা করেছিল, তার সঙ্গে জড়িত নন নোরা ফতেহি। সুকেশের এই অপরাধমূলক কার্যকলাপ সম্পর্কেও অবগত ছিলেন না নোরা।
উল্লেখ্য, এই সপ্তাহের শুরুতেই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে তলব করেছিল দিল্লি পুলিশ। টানা আট ঘণ্টা তাঁকে জেরা করা হয়। এরপরই বৃহস্পতিবার নোরা ফতেহিকেও একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। তাঁকেও প্রায় ছয় ঘণ্টারও বেশি সময় ধরে তাঁকে জেরা করা হয়।নোরার বক্তব্য, সেই বিষয়ে কিছুই জানতেন না। যেই মুহূর্তেই তিনি বুঝতে পারেন যে কোনও অপরাধমূলক কার্যকলাপ চলছে, সেই মুহূর্তেই তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। তিনি উপহারস্বরূপ যে দামি ব্যাগগুলি পেয়েছিলেন, তা ফেরত দিয়ে দেন। নোরার জামাইবাবু ববিও স্বীকার করে নিয়েছেন যে, সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে তিনি ৬৫ লক্ষ টাকা মূল্যের একটি বিএমডব্লু গাড়ি উপহার পেয়েছিলেন।