The Ballon d’Or : প্রকাশ্যেই মেসিকে তোপ রোনাল্ডোর!
তৃতীয়পক্ষ ওয়েব- লিওনেল মেসির সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মাঠের যুদ্ধ কোন পর্যায়ের, তা সবার জানা। কিন্তু দু’জনের সম্পর্কের বাঁধন যে এ রকম তলানিতে এসে ঠেকেছে, কে জানত?লিওনেল মেসির প্রতি প্রকাশ্যেই বিষোদগার করে বসবেন রোনাল্ডো!
ঘটনার শুরু হয়, মেসির সপ্তম ব্যালন ডি’অর জেতা নিয়ে। যা নিয়ে বেশ ভাল রকম বিতর্ক চলছে আন্তর্জাতিক ফুটবলমহলে। ব্যালন ডি’অর জেতা নিয়ে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন রবার্ট লেওয়েনডস্কি। লেওয়নডস্কির শ্রেষ্ঠত্বের পুরস্কার না পাওয়াটা ঘোরতর অন্যায় হয়েছে এটাই মনে করছেন অনেকে। তার কারণ, কীর্তিতে মেসির চেয়ে অনেকটাই এগিয়ে ছিলেন লেওয়নডস্কি। তবুও রেকর্ড গড়ে সপ্তম বার পুরস্কার জেতেন মেসি এবং যা নিয়ে ভাল রকম ঝামেলাও শুরু হয়েছে। এবার সেই আগুনে ঘি ঢাললেন রোনাল্ডো স্বয়ং!
Cristiano Ronaldo commented ‘facts’ under an Instagram post questioning Lionel Messi’s Ballon d’Or award
pic.twitter.com/i7PwBNLZQE
— GOAL (@goal) December 1, 2021
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এক ফ্যানপেজ থেকে এদিন মেসিকে উদ্দেশ্যে করে লেখা হয়, ‘মেসিকে ব্যালন ডি’অর দেওয়াটা স্রেফ লজ্জাজনক। এটি চুরি করা হয়েছে, চুরি। মেসিকে ব্যালন ডি’অর দিয়ে আদতে পুরস্কারটাকেই কলুষিত করা হল। যারা সেটা দেখার, দেখেছে। আর যাদের বুদ্ধিশুদ্ধি রয়েছে, তারা জানে পুরস্কারটা কার প্রাপ্য ছিল। কেউ যদি যোগ্য না হয়েও কোনও পুরস্কার পায়, তাতে সেই পুরস্কার জয়ের আনন্দ থাকে না। কোনও গর্ব থাকে না।’
‘মরশুমে তেতাল্লিশটা গোল রয়েছে রোনাল্ডোর। চ্যাম্পিয়ন্স লিগের পাঁচটা ম্যাচে ছ’টা গোল করেছে। বয়সও থামাতে পারেনি রোনাল্ডোকে। দিনের পর পর দিন ফুটবলজাদুতে বিশ্বকে মোহাচ্ছন্ন করেছে। তার পর কি না সেই লোকটাকে ছ’নম্বরে রাখা হল? ক্রিশ্চিয়ানোর লড়াইটা হওয়া উচিত ছিল লেয়নডস্কির সঙ্গে। লেয়নডস্কিও অসামান্য সব কীর্তি গড়েছে। কিন্তু ক্রিশ্চিয়ানো কিছু করলে, কোনও কীর্তি গড়লে, সেটাকে তিনশো শতাংশ সংশয়মুক্ত হতে হবে। মেসির ক্ষেত্রে যা হবে না।’
তবে রোনাল্ডো সরাসরি কিছু বলেননি মেসিকে। ফ্যানপেজের পোস্টের নিচে লিখে দিয়েছেন, ‘যা ঘটনা, তাই লেখা হয়েছে। ফ্যাক্ট।’ যার পরেই তোলপাড় পড়ে গিয়েছে বিশ্ব ফুটবলের জগতে। কথা উড়ছে, এতদিন যে যুদ্ধটা চলত আড়ালে, লিওনেল মেসির সপ্তম ব্যালন ডি’অর জয়ের পর সেটাই প্রকাশ্য হয়ে গেল এবার।