শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গ জুড়ে

তৃতীয়পক্ষ ওয়েব- ক্রমশই শক্তি বাড়াচ্ছে  ঘূর্ণিঝড় জাওয়াদ। আগামী শুক্রবারই এটি শক্তিশালী সাইক্লোনে পরিনত হবে বলে দিল্লির আবহাওয়া ভবন থেকে জানানো হয়েছে। শনিবার রাতের মধ্যেই এটি আছড়ে পড়বে ওড়িশা বা অন্ধ্র উপকূলে। সেইসময় ঘূর্ণিঝড় জাওয়াদের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০-১১০ কিলোমিটার পর্যন্ত।

এই ঘূর্ণিঝড়টি ওড়িশা বা অন্ধ্র উপকূলে আছড়ে পড়লেও পশ্চিমবঙ্গেও এর প্রভাব থাকবে বলে আগেই জানিয়েছিল আলিপুর হাওয়া অফিস। শনিবার বিকেল থেকেই বাংলার উপকূলীয় এলাকা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে মেঘের ঘনঘটা দেখা যাবে। বঙ্গোপসাগর উপকূলবর্তী পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। শনিবার থেকে বৃষ্টির তেজ যথেষ্ট পরিমাণে বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের। মত্‍সজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।

ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে বঙ্গে শীত আটকে গিয়েছে। কয়েকদিন আগেও কলকাতা-সহ গোটা রাজ্যে শীতের আমেজ এসেছিল, যা এখন কার্যত উধাও। তবে জাওয়াদের বিদায়ের পর রাজ্যে জাঁকিয়ে শীত পড়বে বলেই আশ্বাসবানী শুনিয়েছেন আবহবিদরা।

শেয়ার করতে:

You cannot copy content of this page