হঠাৎ কি এমন হলো, মা কে মাঠে আসতে বারণ করলেন রোনাল্ডো!
তৃতীয়পক্ষ ওয়েব- অনেক বছর বাদে ফিরে এসেছেন নিজের পুরনো ক্লাবে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলবেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে। পরিচিত সাত নম্বর জার্সি উঠছে তার গায়ে ফের একবার।
ওল্ড ট্র্যাফোর্ডের ফ্যানেরা রোনাল্ডোর মাঠে নামার অপেক্ষায় আছেন। লন্ডনের ঐতিহ্যবাহী ক্লাবও দিন গুনছে। সবকিছু ঠিকঠাকই চলছে। এরমধ্যেই রোনাল্ডো তার এক ইচ্ছের কথা জানিয়েছেন। এই কথা শুনলে, চমকে যাবেন রোনাল্ডো’র মা মারিয়া ডলোরেসও। সারা বিশ্বের প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো চাইছেন না, তাঁর মা ছেলের খেলা দেখতে মাঠে উপস্থিত থাকুক!’
হ্যাঁ এমনটাই বলতে শোনা গেছে তাঁকে। হঠাৎ কেন রোনাল্ডো ‘থিয়েটার অফ ড্রিমস’-এ তাঁর মা’কে বারণ করলেন আসতে। এক সাংবাদিক বৈঠকে জানালেন, ‘বড় ম্যাচে মা মাঠে থাকলে প্রচণ্ড নার্ভাস হয়ে যাই। এর কারণ আমি বুঝতে পারি না কেন! বড় ম্যাচে তাঁর আর আসা চলবে না। এর আগে স্টেডিয়ামে দু’বার অজ্ঞান হয়ে গিয়েছিল। আমি চাই আমার বন্ধুরা মায়ের সঙ্গে বাড়িতে থাক। বাড়ির চারপাশে সে ঘুরে বেড়াক’।
‘ঘরের ছেলে’কে ঘরে ফেরাতে ম্যান ইউ ১৫ মিলিয়ন ইউরো ও অতিরিক্ত ৮ মিলিয়ন ইউরো অ্যাড-অন হিসাবে দিচ্ছে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডো ২০০৩-২০০৯ পর্যন্ত ম্যাঞ্চেস্টারে খেলেছেন। জিতেছেন তিনটি প্রিমিয়র লিগ, একটি এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ।