প্রমোদতরীতে বঙ্গদর্শন! ২ রাত ৩ দিনের প্যাকেজ চালু করল আইআরটিসি

তৃতীয়পক্ষ ওয়েব- আইআরসিটি নিয়ে এল এক নতুন ট্যুর প্যাকেজ। এই প্রমোদতরীতে চেপে গঙ্গায় ভেসে বাংলার ইতিহাস ছুঁয়ে দেখা যাবে। দু’রাত তিন দিনের এই সফরের নাম ‘অন্তরা রিভার সুত্র ক্রুজ’।

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন আয়োজিত এই সফরে কলকাতার পাশাপাশি ঘোরানো হবে ফরাসি উপনিবেশ হুগলি জেলার চন্দননগরও। এছাড়া হংসেশ্বরী মন্দিরের শহর বাঁশবেড়িয়ায়, এরপর তাঁতের শাড়ির জন্য বিখ্যাত নদিয়ার ফুলিয়ায় গঙ্গা ঘাটে ভিরবে এই প্রমোদতরী। প্রতিটি জায়গাতেই ভালো হোটেলে রয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা।

আগামী নভেম্বর থেকে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত মোট দশবার এই প্রমোদতরীতে সফর শুরু হবে। আইআরসিটিসি-র ওয়েবসাইট অনুসারে আগামী ৫ ও ২৬ নভেম্বর, ১৭ ও ২৪ ডিসেম্বর শুরু হবে প্রমোদতরীর যাত্রা। আগামী বছরের প্রথম তিন মাসে ৭ ও ১৪ জানুয়ারি, ১৪ ও ১৮ ফেব্রুয়ারি, ৪ ও ২৫ মার্চ প্রমোদতরীতে ভ্রমণ করা যাবে।

এই ভ্রমণে খরচ হবে বেশ ভালই। প্রমোদতরীর কেবিনে একা থাকলে মাথাপিছু খরচ ৫৫,১২৫ টাকা। দুজন থাকলে খরচ ৩১,৫০০ টাকা। ৫ থেকে ১২ বছরের যাত্রীদের জন্য মাথাপিছু ১৫,৭৫০ টাকা। ১৮ বছরের উপরে যাঁরা এই সফরে অংশ নিতে চান, তাঁদের দু’টি করোনা টিকা বাধ্যতামূলক থাকবে। তবে ভ্রমণ শুরুর ৩০ দিন আগে টিকিট বাতিল করলে ১৫ শতাংশ টাকা ফেরাবে আইআরসিটিসি। আর ২৯ দিন হয়ে গেলেও কোনও অর্থ ফেরত দেওয়া হবে না এক্ষেত্রে।

শেয়ার করতে:

You cannot copy content of this page