আসছে অশনি, সৈকতে সংকেত নিষেধাজ্ঞার

তৃতীয়পক্ষ ওয়েব-  শেষ পর্যন্ত আছড়ে পড়বে কি না অশনি, সে নিয়ে রয়েছে সংশয় ৷  তা সত্ত্বেও কোনওরকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন৷  দিঘা, মন্দারমণি এবং বকখালির সমুদ্র সৈকতে পর্যটকদের নামতে দেওয়া হয়েছে কড়া নিষেধাজ্ঞা।

তবে অতি উৎসাহী পর্যটক মন্দারমণির সমুদ্র সৈকতে নেমে পড়ার চেষ্টা করছেন৷  নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্র বা সৈকতে নামলেই কড়া পদক্ষেপ করবে পুলিশ৷  সমুদ্র সৈকতে মাইকিং করে পর্যটকদের এই সতর্ক বার্তা দিচ্ছে মন্দারমণি কোস্টাল থানা!  সকাল থেকেই পর্যটকদের উদ্দেশ্যে চলছে মাইকে প্রচার৷

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে নামলেই আইনি পদক্ষেপ করবে পুলিশ! মন্দারমনির ফাঁকা সৈকতে চলছে লাগাতার মাইকিং! মাইকে পুলিশের সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। পর্যটকদের সতর্ক করেই মাইক প্রচার চলছে।

অন্যদিকে কড়া নজরদারি চলছে দিঘা এবং বকখালিতেও৷  আগামী ১৩ মে পর্যন্ত পর্যটকদের সমুদ্র সৈকতে নামার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছ বকখালিতে৷

শেয়ার করতে:

You cannot copy content of this page