এবার জলপাইগুড়ি থেকেও ওঠা যাবে দার্জিলিং মেলে
তৃতীয়পক্ষ ওয়েব- দীর্ঘ প্রতীক্ষার অবসান হল সোমবার। স্বাধীনতা দিবসে রেলের তরফে উপহার পেয়ে আপ্লুত জলপাইগুড়িবাসী। ১৫ আগস্টে হলদিবাড়ি থেকে আবার চালু হল শিয়ালদহগামী দার্জিলিং মেল। রেলমন্ত্রকের পক্ষ থেকে এক নির্দেশিকায় জানানো হয়েছিল, সোমবার থেকে আবারও হলদিবাড়ি স্টেশন থেকে দার্জিলিং মেলের পথচলা শুরু হবে। এদিন হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি টাউন স্টেশন হয়ে শিয়ালদহের পথে রওনা দেয় ট্রেন।
এতদিন শিয়ালদহ থেকে দার্জিলিং মেল নিউ জলপাইগুড়ি অর্থাৎ এনজেপি পর্যন্ত আসত। এবার থেকে এনজেপির পর জলপাইগুড়ি হয়ে হলদিবাড়িতে যাবে। এদিন সন্ধ্যায় জলপাইগুড়ি স্টেশনে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন শাসকদল তৃণমূল, বিজেপি, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, জলপাইগুড়ি নাগরিক মঞ্চ-সহ অন্যান্য বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। ট্রেন যাত্রীদের হাতে ফুল ও মিষ্টি তুলে দেয় তারা।
জলপাইগুড়ি ট্যুর অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সব্যসাচী রায় বলেন, “দার্জিলিং মেল ফের হলদিবাড়ি থেকে চালু হওয়ায় আমরা খুবই খুশি”। সৈকত চট্টোপাধ্যায় জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে এই দাবি তুলেছেন-“শুধু দার্জিলিং মেলকে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলনই নয়, তিস্তা তোর্সা থেকে শুরু করে এখন বাংলাদেশের দিকে যে ট্রেনটি যাচ্ছে, সেই ট্রেনটিরও স্টপেজ তিনি চেয়েছিলেন দীর্ঘদিন ধরে। আমাদের লড়াইয়ে রেলমন্ত্রক আমাদের এই ট্রেনটি ফিরিয়ে দিয়েছে। এটাই আমাদের নৈতিক জয়। গোটা জলপাইগুড়িবাসীর জয়”।