দার্জিলিং-সিকিমে ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৪.৪
তৃতীয়পক্ষ ওয়েব- জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। আজ বিকেল ৪ টে নাগাদ তীব্র ভূকম্প অনুভূত হয় দার্জিলিঙে। এমনকি কম্পন অনুভূত হয়েছে সিকিমের কিছু অঞ্চলেও। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৪। তথ্যসূত্রে খবর, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল হলো নেপাল, সিকিম এবং চিনের সীমান্তসংলগ্ন এলাকা।
আজ বিকেলে দার্জিলিঙের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে। বিকেলে আচমকা এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মনে। ধ্বসের ভয়ে বাড়ি-ঘর, দোকান-পাট ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন সাধারণ মানুষ। আতঙ্কে রাস্তায় ছোটাছুটি করতে দেখা যায় স্থানীয়দের। এইসময় ছুটির কারণে অনেক পর্যটকও রয়েছেন দার্জিলিং, সিকিমে। তাঁদের মনেও আতঙ্ক গ্রাস করেছে ভূমিকম্পের পর। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।