Pele

মৃত্যু হয়েছে পেলের, ফের ছড়াল খবর

তৃতীয়পক্ষ ওয়েব- কিংবদন্তী ফুটবল সম্রাট পেলের শারীরিক অবস্থার অবনতি হওয়ার মধ্যেই বিভিন্ন সংবাদপত্রে তাঁর মৃত্যুসংবাদ প্রচারিত হচ্ছে। তবে ব্রাজিলের সংবাদমাধ্যম এখনও এরকম কোনও প্রতিবেদন প্রকাশ করেনি। অন্য কয়েকটি দেশের সংবাদমাধ্যমের দাবি, বড়দিন পালন করার পরেই মৃত্যু হয়েছে পেলের। যদিও সেই খবরের সত্যতা জানা যায়নি।

প্রসঙ্গত, ফুটবল সম্রাট পেলে ভর্তি আছেন সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে। সেখানে বড়দিনের আগে থাকতেই আছেন তাঁর মেয়ে কেলি ন্যাসিমেন্টো, ছেলে এডিনহো-সহ পরিবারের সদস্যরা। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। সোশ্যাল মিডিয়ায় পেলের সঙ্গে তোলা ছবিও পোস্ট করেছেন কেলি ও এডিনহো। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা পেলের জন্য প্রার্থনা করছেন। কিছু সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় পেলের মৃত্যু হয়েছে বলে গুজব রটানো হচ্ছে। এই ধরনের খবরে ফুটবলপ্রেমীরা বিভ্রান্ত হচ্ছেন।

প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন পেলে। চিকিৎসকরা তখন জানান, এই কিংবদন্তির শরীরে কেমোথেরাপি আর বিশেষ কাজ করছে না। তাঁর ফুসফুসে সংক্রমণও রয়েছে। এরপর গত সপ্তাহের শেষদিকে জানানো হয়, পেলের শরীরে ছড়িয়ে পড়েছে ক্যান্সার। তাঁর কিডনি ও হৃদযন্ত্র বিকল হয়ে যেতে বসেছে। এরপরেই বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page