”Dont love, ‘m Bitch’ পরীমণি বার্তা দিলেন, আমাকে ভালবেসো না আমি খারাপ!

তৃতীয়পক্ষ ওয়েব- অবশেষে বাংলাদেশের অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি ওরফে পরিমনী মুক্তি পেলেন। বিগত ২৬ দিন ধরে এটাই প্রমাণ করার লাগাতার চেষ্টা চলেছে তার উপার্জনটা আসলে সে ‘অ্যাজ এ হোর’ করেছে। লকডাউনে বিদেশি ব্যবসায়ীর কাছ থেকে গাড়ি নিয়েছে বা পেইড প্রস্টিটউশনের মধ্যে দিয়ে নিজের ঘর-বাড়ি-প্রতিষ্ঠা যাবতীয় করেছে। তার উঠে আসা,লড়াই করে কাজ পাওয়া, পেশা -পরিশ্রমটা আলোচনার বাইরের বৃত্তের।

আসলে আমাদের সমাজে যে গাড়ি দেয় এবং যে নেয় তাদের দুই রকম বিচার বরাদ্দ করা হয়। পরিমনী সেই দৃষ্টিকোণের শিকার। মেয়েদের অর্থনৈতিক প্রাচুর্য সবসময় অন্যের দান বলে ও ভেবে স্বস্তি পায় সমাজ। মেয়েদের প্রতিপত্তিকে খর্ব করতে ‘খারাপ’ মেয়ে ভেবে এক্সট্যাসি হয় অনেকের। পরিমনী নায়িকা হিসেবে বাংলাদেশে বেশ জনপ্রিয়। পুরস্কারও পেয়েছে বেশ কিছু। হিট সিনেমাও আছে তার। কিন্তু বাড়িতে নিষিদ্ধ ড্রাগস ও মদ রাখার অভিযোগে গ্রেফতার হওয়ার পরদিন থেকেই তার চরিত্র ও জীবন নিয়ে কুৎসিত আলোচনা চলেছে। এক পোশাকের ১২০ ঘন্টার নিউজ হেডলাইন জুড়ে শুধু তার কাল্পনিক অ্যাডাল্টারির বর্ণনা।

এক পুলিশ অফিসার পরিমনীকে ভালবেসে সুবিধা করে দিয়েছেন তদন্তে আবার অন্য কেউ গাড়ি, টাকা ইত্যাদি দিয়েছেন এমন বড় বড় কানেকশন নিয়ে ব্যাপক গল্প চলেছিল। ‘রাতের রানি’ বলে নানারকম ঝড়ও উঠল। তবে পরিমনীর শিক্ষক বলেছিলেন তিনি ওসব গসিপে বিশ্বাস করেন না। পরী এক মেধাবী ছাত্রী ছিল। একজন প্রতিষ্ঠিত অভিনেত্রীও।

সেই পরীমনি অবশেষে মুক্তি পেলেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে জামিন দেওয়া হয়েছে। তিনি ওই কারাগারে ২৬ দিন বন্দী ছিলেন।

জেল থেকে বেরনোর সময় তাঁর পরনে ছিল সাদা টিশার্ট, মাথায় সাদা পাগড়ি, মুখে মাস্ক ও চোখে সানগ্লাস। গাড়ি থেকেই ফ্যানেদের উদ্দেশ্যে হাত নাড়ালেন জনপ্রিয় এই অভিনেত্রী। তাঁর হাতে লেখা ছিল ”Dont love, ‘m Bitch’। হাসতে হাসতেই পরীমণি বার্তা দিলেন, আমাকে ভালবেসো না আমি খারাপ। ট্রোলারদের এভাবেই জবাব দিলেন তিনি।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page