স্বপ্ন বিষয়ক ভাবনা
তৃতীয়পক্ষ ওয়েব- আমাদের মস্তিষ্ক যে বিষয়গুলি নিয়ে চিন্তাভাবনা করে সেগুলিই স্বপ্ন দেখি আমরা। স্মৃতিশক্তিতে জমা হতে হতে স্বপ্নের আকারে দেখা যায়।
- পুরুষ কিংবা নারী উভয়েই স্বপ্ন দেখেন যে, কেউ তাঁদের আক্রমণ করেছে। সাধারণত ছোটবেলার স্মৃতি থেকেই এগুলি তৈরি হয়। এ রকম স্বপ্ন অনেক সময়েই প্রতীকী হয়ে থাকে। আক্রমণকারীর প্রতি ভয় থেকে এটি হতে পারে। এছাড়া বাস্তব জীবনে নানা বিষয়ে ভয় ও শঙ্কা থেকেও এরকম স্বপ্ন আসতে পারে।
- স্কুলের পড়াশোনার পার্ট শেষ করলেও অনেকে স্বপ্নে স্কুল দেখেন। নারীদের ক্ষেত্রেও এই প্রবণতা প্রচুর। মূলত আমাদের মনোজগতের বিষয় এটি। স্কুল প্রত্যেকের স্মৃতিতে বেশ বড় অংশ দখল করে থাকে। সে অংশটিই স্বপ্নে জানান দেয় আমাদের অবচেতন মন।
- আবার অনেকেই যৌনতার স্বপ্ন দেখে। এক্ষেত্রে পুরুষ ও নারীর পার্থক্য রয়েছে। পুরুষরা প্রচুর যৌনতার স্বপ্ন দেখে বলে জানায়। অন্যদিকে নারীরা এ ধরনের স্বপ্ন দেখলেও কম। মানুষের বায়োলজিক্যাল কারণেই ঘটে বলে জানান গবেষকরা।
- পতনের স্বপ্ন অনেকেই দেখেন। মানুষের ঘুমের বিভিন্ন স্তর রয়েছে। আর এই ধরনের একটি স্তরে ঘুম থেকে অন্য স্তরের ঘুমে পরিবর্তন হলেই স্বপ্নে পতন ঘটে। কোনো কোনো ক্ষেত্রে এরকম স্বপ্ন বাস্তব জীবনেও দুর্ঘটনার ইঙ্গিত দেয়।
- যদি কোনও ভাবে স্বপ্নে ঈশ্বরের দেখা পাওয়া যায় তা হলে সে কথা কাউকে বলবেন না। মনে করা হয় এরকম স্বপ্ন দেখলে জীবন সুখ সম্পদে ভরে ওঠে।
- স্বপ্নে যদি মা-বাবাকে দেখেন তা হলে জানবেন আপনার জীবনে অত্যন্ত শুভ কিছু ঘটতে চলেছে। এই ধরনের স্বপ্ন দেখা মানে জীবনে সব দিক থেকে সাফল্য আসতে চলেছে।
- স্বপ্নে তীর্থস্থান দেখা বেশ শুভ। এই ধরনের স্বপ্ন দেখলে মনের সকল কামনা বাসনা পূর্ণ হতে চলেছে এটা ভাবা হয়। তবে কাউকে এই স্বপ্ন বলবেন না।
- স্বপ্নে যদি প্রবাহিত নদী দেখতে পান, তাহলে তা খুবই শুভ বলে মনে করা হয়। এই ধরনের স্বপ্ন দেখলে ধন প্রাপ্তি ঘটে। এই ধরনের স্বপ্ন সকলের কাছ থেকে লুকিয়ে রাখার চেষ্টা করবেন।