Earth Day 2022: তবে শেষের সময় কি এসে গিয়েছে!

তৃতীয়পক্ষ ওয়েব- পরিবেশ সম্পর্কে আরও বেশি ভাববার সময় এসেছে কি তবে? সচেতনতা বাড়াতে, জলবায়ু পরিবর্তন সম্পর্কে আরও বেশি জানতে এবং জানাতে Earth Day পালন করা হয় ২২ এপ্রিল। এ বছরও ব্যতিক্রম হয়নি তার। Google ছবি দিয়ে দেখাল গত কয়েক দশকে কীভাবে বদলে গিয়েছে এক একটি জায়গার উষ্ণতার মাত্রা।

মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর গেলর্ড নেলসন ১৯৭০ সালের ২২ এপ্রিল ধরিত্রী দিবস বা Earth Day-র প্রচলন করেন। তখন থেকেই চলে আসছে দিনটি।

Google Doodle-এ পৃথিবীর চারটি জায়গার ছবি তুলে ধরা হয়েছে। যেখানে গত কয়েক দশকে কীভাবে বদলে গিয়েছে পৃথিবীর উষ্ণতা সেটি বোঝাতেই এই Doodle।

যার মধ্যে প্রথম ছবিটি তানজানিয়ার মাউন্ট কিলিমানজারোর। ১৯৮৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এই পাহাড়ের বরফ কী পরিমাণে গলে গিয়েছে, স্পষ্ট টের পাওয়া যায় ছবিগুলি থেকে।

আর দ্বিতীয় ছবিটি গ্রিনল্যান্ডের। সেরমেরসুক হিমবাহের বরফ গলার হারও মারাত্মক পরিমাণে বেড়ে গিয়েছে, সেটিও বোঝা যায় এই ছবি দেখে।

তৃতীয় ছবিটি রয়েছে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ের রিফের। জলবায়ু পরিবর্তনের ফলে এই প্রবাল স্তর কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার স্পষ্ট প্রমাণ এই ছবিগুলি।

চতুর্থ ছবিটি হলো জার্মানির এলেন্ডের হার্জ বনের। ১৯৯৫ সাল থেকে ২০২০ সালের মধ্যে এই অরণ্যের আয়তন হু হু করে কমেছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে বিভিন্ন পোকার উৎপাত বেড়ে গিয়েছে। আর এতেই এই কাণ্ড।

Google-এর তরফ থেকে বলা হয়েছে। Earth Day-তে এভাবেই বিভিন্ন জায়গার ছবি তুলে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর কী অবস্থা হচ্ছে সেটিই বোঝানো হয়েছে। এই গতিতে পরিবেশের অবস্থা খারাপ হতে থাকলে মানুষের জন্য যে ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না, সেটা পরিষ্কার।

http://www.google.com/doodles/earth-day-2022

 

Image source-Google, Information-Google Doodle

শেয়ার করতে:

You cannot copy content of this page