earthquake

‘কাবুলিওয়ালার দেশে ভূমিকম্প’!

তৃতীয়পক্ষ ওয়েব- গতকালের শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হলো আফগানিস্তান। প্রায় ৯২০ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদসূত্রে খবর। আহত প্রায় দেড়শ জন। আফগানিস্তানের পূর্ব অংশ প্রায় তছনছ হয়ে গিয়েছে।

ক্ষমতায় থাকা তালিবান নেতৃত্ব জানিয়েছে, এখনও বহু মানুষ আটকে। ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধার কাজে নেমেছেন সকলেই। আহতদের হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে।

শেয়ার করতে:

You cannot copy content of this page