কয়লা-কাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল
তৃতীয়পক্ষ ওয়েব- কয়লা-কান্ডে নতুন মোড়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ২৯ মার্চ সকাল ১১ টার মধ্যে দিল্লির অফিসে অভিষেককে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নির্দেশকে ঘিরেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।
তৃণমূলের তরফ থেকে দাবি উঠেছে, প্রতিহিংসা করতেই অভিষেককে বারবার তলব করা হচ্ছে। শুধু তাই নয়, হেনস্তা করতেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে তলব করা হচ্ছে বলেও অভিযোগ শাসকদলের।
তবে ইডি জানাচ্ছে, কয়লা-কাণ্ডে বেশ কয়েকটি নতুন তথ্য হাতে এসেছে। সেই বিষয়ে আরও তথ্যের প্রয়োজন রয়েছে। সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সুত্রে জানা গিয়েছে।
তদন্তকারীদের সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে অভিষেক যা যা উত্তর দিয়েছিলেন, তা খতিয়ে দেখা হয়েছে। সে বিষয়ে আরও বেশ কিছু তথ্যের প্রয়োজন রয়েছে বলে ফের এই নোটিশ বলে খবর।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই কয়লা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। য় ৯ ঘন্টা জেরা করা হয় তাকে। আর্থিক লেনদেনের বিষয়েও অভিষেকের কাছে তথ্য কেন্দ্রীয় তদন্তকারীরা জানতে চান বলে খবর। তৃণমূল নেতা বিনয় মিশ্রের বিষয়েও অভিষেকের কাছে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়। শুধু অভিষেককেই নয়, এই মামলায় তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও জেরা করতে চেয়ে নোটিশ পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে তিনি হাজিরা দেননি। তিনি এই মামলায় সবরকম ভাবে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।