ভোট গণনা শুরু হতেই প্রথম বাজি তৃণমূলের
তৃতীয়পক্ষ ওয়েব- পুরসভা ভোটকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার কান্ড বেঁধেছিল রাজ্যের বিভিন্ন জায়গায়। তৃণমূলের বিরুদ্ধে জমে উঠেছে অভিযোগের পাহাড়। সন্ত্রাস, ছাপ্পা ভোট, বুথ দখল, বোমাবাজি কি নেই অভিযোগের তালিকায়। সরব হয়েছেন বিরোধীরা। বিভিন্ন এলাকায় দফায় দফায় চলেছে বিক্ষোভ। অতঃপর রাজ্যের ১০৭ টি পুরসভার ভবিষ্যৎ নির্ধারিত হতে চলেছে আজই। বুধবারই রাজ্যে হতে চলেছে পুরভোট গণনা। সকাল ৭ টা থেকেই শুরু হয়ে গেছে ভোট গণনার কাজ।
রাজ্যে ১০৮ টি পুরসভায় ভোট হলেও গণনা করা হবে ১০৭ টি পুরসভার ভোটই। দিনহাটা পুরসভায় সবকটি ওয়ার্ডে প্রার্থী দিতে পারেনি বিজেপি। যার ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিনহাটা আগেই দখল করে নিয়েছে তৃণমূল শিবির। সেখানে ১৬ টি ওয়ার্ডের মধ্যে ১৩টির দখল ঘাসফুল শিবিরের হাতে।
জয় আসতে চলেছে তৃণমূলের দখলে। মাথাভাঙা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে ৮৯৬ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ রায়। এর সঙ্গে মাথাভাঙার ১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ সাহা। ১৬০০ ভোটে জয়ী হয়েছেন তিনি।
ভোটের সময় সবকটি পুরসভাতেই চলে চূড়ান্ত অরাজকতা। কোথাও ছাপ্পা ভোট, কোথাও বিরোধী প্রার্থীকে ঢুকতে না দেওয়া, মারধর, বিরোধীদের মেরে রক্তাক্ত করে দেওয়া এরকম সব গুরুতর অভিযোগের তীরে বিদ্ধ হয়েছে শাসকদল। তাই পুরভোট গণনার সুরক্ষা করতে তৎপর হয়েছে রাজ্য নির্বাচন কমিশন। নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া পদক্ষেপ কমিশনের। গণনা কেন্দ্রের ২০০ মিটার এলাকার মধ্যে বন্ধ থাকবে সমস্ত দোকান বাজার। এমনকি জারি হয়েছে ১৪৪ ধারাও।