নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ

তৃতীয়পক্ষ ওয়েব- মুখ্যমন্ত্রীর বাড়ি নয়, সেটিকে লালবাজার ভেবে নিরাপত্তার ঘেরাটোপ ভেঙে মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করল এক ব্যক্তি। হাফিজুল মোল্লা নামে উত্তর চব্বিশ পরগণার হাসনাবাদের নারায়ণপুরের বাসিন্দা ওই যুবকের কাণ্ড দেখে রীতিমতো তাজ্জব সকলেই। অনুমতি ছাড়াই তৃণমূল সুপ্রিমোর বাড়িতে প্রবেশের জন্য সোমবার তাকে আলিপুর আদালতে তোলা হয়। এরপরেই হাফিজুলের আইনজীবী এবং তার বাবার পক্ষ থেকে ‘অদ্ভুত’ সব তথ্য জানানো হয়।

সেই ব্যক্তির আইনজীবীর দাবি, মুখ্যমন্ত্রীর বাড়িকে লালবাজার ভেবে ভুল করেই হাফিজুল সেখানে প্রবেশ করে। এর সঙ্গে হাফিজুলের বাবা মহিদুল মোল্লারও ছেলের পক্ষেই সাফাই দেন। তার বক্তব্য, “ওর মাথার ঠিক নেই। হাফিজুলের মাথা খারাপ।” তিনি আরও জানান  “ওর কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। দিদিকেও ও খুব ভালোবাসে।” এর আগেও একবার হাসনাবাদ পুলিশের হাতে ধরা পড়েছিল সে। এছাড়াও একবার নবান্নে ঢুকে পড়ায় তাকে পুলিশে ধরেছিল বলেও উল্লেখ করেন তার বাবা।

নারায়ণপুরে পঞ্চায়েত সদস্য সিরাজুল ঘরামি বলেন, এখন হাফিজুলের মাথার সমস্যার জন্য কলকাতায় চিকিৎসা চললেও এমনিতে হাফিজুল খুব ভালো ছেলে। আগে কলকাতায় গাড়ি চালাত। ঘটনার দিন স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়েছিল বলেও জানিয়েছেন সিরাজুলের স্ত্রী। হাফিজুলের কোনও ‘বদ উদ্দেশ্য’ নেই বলেও মন্তব্য করেন তিনি। অভিযুক্ত ব্যক্তির স্ত্রীর আক্ষেপ, সামান্য টাকা-পয়সার অভাবে তার সুচিকিৎসা হচ্ছে না।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page