Exclusive: নরেন্দ্র মোদীর জন্মদিনে টিকাকরণের রেকর্ড গড়ল ভারত

তৃতীয়পক্ষ ওয়েব- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে দু কোটি টিকাকরণের রেকর্ড। বিকেল ৫টার মধ্যে এই রেকর্ড ছুঁয়ে ফেলেছে ভারত। যা গোটা দেশের কাছে গর্বের বলে মনে করা হচ্ছে । কিন্তু এখানেও সেই রাজনীতি। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবী,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১ তম জন্মদিন উপলক্ষেই কি  ভ্যাকসিন আটকে রাখা হয়েছিল এতদিন।

আজ ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে চলছে নানা কর্মসূচি। বিজেপির লক্ষ্য প্রধানমন্ত্রীর জন্মদিনকে স্মরণীয় করে তুলতে একদিনে রেকর্ড টিকাকরণ। একই সঙ্গে  শুরু হচ্ছে ২০ দিনের ‘সেবা ও সমর্পণ অভিযান’। ২০ বছর প্রশাসনিক পদে থাকা উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ৭ অক্টোবর প্রশাসক জীবনের ২০ বছর পূর্ণ হবে তাঁর।

সব রাজ্য থেকে পাঁচ কোটি পোস্টকার্ড পাঠানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঠিকানায় এবং প্রতিটি পোস্টকার্ডেই লেখা থাকবে ‘ধন্যবাদ মোদীজি’ । বিজেপির তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, গরিবদের জন্য বিনামূল্যে খাদ্যশস্য় ও ভ্যাকসিনের ব্যবস্থা করার জন্যও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন রাজ্যে হোর্ডিংও লাগানো হবে।

শেয়ার করতে:

You cannot copy content of this page