ফেসবুকে কমল সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা

তৃতীয়পক্ষ ওয়েব- ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমল ১৮ বছর পর। এই প্রথম এভাবে কমল ইউজার সংখ্যা।

এদিন ফেসবুক মেটার পক্ষ থেকে বলা হয়েছে, ২০২১ সালের শেষ ৩ মাসে দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯২ কোটি ৯০ লাখ। সেখানে এর আগের ৩ মাসে এই ব্যবহারকারী সংখ্যা ছিল ১৯৩ কোটি।

অন্যদিকে ফেসবুকের আয় নিয়েও সতর্কবার্তা দিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের প্রতিযোগী টিকটক ও ইউটিউবের চেয়ে তাদের আয় কমেছে। এর পেছনে অন্যতম কারণ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন দেওয়ার পরিমাণ কমিয়েছে। মেটার শেয়ারের দামও কমেছে নিউইয়র্কে। যার মূল্য প্রায় ২০ হাজার কোটি মার্কিন ডলার। মেটার পক্ষ থেকে এমন ঘোষণা আসার পর টুইটার, স্ন্যাপচ্যাট ও পিন্টারেস্টের শেয়ারের দামও কমেছে।

মার্ক জুকারবার্গ বলেছেন, ফেসবুকের ব্যবসা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারী, বিশেষ করে তরুণ ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহার কমিয়ে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর প্ল্যাটফর্ম ব্যবহার শুরু করেছে।

মূলত বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপনী সংস্থা গুগলের। এরপরই মেটার বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের অবস্থান। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাপলের অপারেটিং সিস্টেম-এ পরিবর্তন করা হয়েছে। যার ফলে ফেসবুকের বিজ্ঞাপন কমেছে। এতে ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দিয়ে প্রতিষ্ঠানগুলো তাদের লক্ষ্য অনুযায়ী গ্রাহকের কাছে পৌঁছতে পারছে। চলতি বছরে প্রতিষ্ঠানটির আয়ের প্রভাব ফেলবে এইসব পরিবর্তন। এই আর্থিক মূল্য হতে পারে এক হাজার কোটি মার্কিন ডলারের কাছাকাছি।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page