বৃষ্টিতে বিপর্যয়, কেরলে ৫ জেলায় ‘রেড এলার্ট’ জারি

তৃতীয়পক্ষ ওয়েব- প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলের পাঁচ জেলা।  কোট্টায়াম, ইডুক্কি এবং পথনামথিট্টার মতো পাহাড়ি এলাকা গুলিতে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মীনাচল এবং মণিমালা নদীর জলস্তর বেড়ে গিয়েছে।
এখনও পর্যন্ত মোট  ৬ জন মারা গিয়েছেন বলে তথ্যসূত্রে খবর। বহু মানুষের খোঁজ মিলছে না। এছাড়া দক্ষিণ এবং মধ্য অংশে ধ্বস নেমেছে।
নদীর জল বিপজ্জনক অবস্থায় পৌঁছে যাওয়ায় কোট্টায়াম, ইডুক্কি এবং পথনামথিট্টার মতো পাহাড়ি এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।
এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন একে’গুরুতর অবস্থা’ বলেছেন। তিনি জানান, নিম্নচাপের জন্য বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সতর্কবার্তা আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। এর কারণ আরব সাগরে তৈরি হয়েছে ওই নিম্নচাপ। তিনি আরও জানিয়েছেন আগামী ২৪ ঘণ্টায় মানুষকে সতর্ক থাকতে হিবে। ফেসবুকে একটি পোস্ট করে জানিয়েছেন, কেরলের দক্ষিণ এবং মধ্যের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে এবং পরে উত্তরেও হতে পারে।
এর মধ্যে বেশ কিছু নদীর জলস্তর আরও বেড়ে যেতে পারে বলে খবর। এছাড়া কিছু বাঁধ থেকে জলও ছাড়া হতে পারে। তিনি সকলের কাছে আর্জি জানিয়েছেন, বাঁধ সংলগ্ন এলাকায় যাঁরা থাকেন, তাঁরা যেন প্রশাসনিক নির্দেশ মেনে চলেন এবং সাবধানে থাকেন।

শেয়ার করতে:

You cannot copy content of this page