ত্বক উজ্জ্বল করতে ব্যবহার করুন এই প্যাকটি
তৃতীয়পক্ষ রূপকথা- আর কিছুদিন পরেই পুজো। পুজোর আগের প্রস্তুতি প্রায় শেষ। শপিং লিস্ট, গয়না কেনা, জুতো কেনাও কমপ্লিট। এবার সময় করে ত্বকের পরিচর্যা না করলে কেমন হয়। অল্প সময়ে অতিমাত্রায় ফর্সা ও উজ্জ্বল ত্বক পাবেন কিভাবে তাই নিশ্চয়ই ভাবছেন এখন। পার্লারে ইনস্ট্যান্টলি ত্বক উজ্জ্বল করা গেলেও পকেট থেকে বেশ কিছু পয়সা বেরিয়ে যাবে।
আপনার মুখ এক সপ্তাহে উজ্জ্বল করবে এই একটি ফেসপ্যাক।
যা যা লাগবেঃ
চালের গুঁড়া – ২ টেবিল চামচ
কাঁচা হলুদ – আধা ইঞ্চি
অপরিশোধিত বা খাঁটি মধু – ১ টেবিল চামচ
কাঁচা দুধ – পরিমাণমতো
কিভাবে বানাবেনঃ
হলুদ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। এবার সেটা পিষে মিহি পেস্ট করে নিন। তারপর বাটা হলুদ থেকে আধ চা চামচ পরিমাণ পেস্ট, চালের গুঁড়ো, দুধ, এবং মধু একসাথে মিশিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন।
কিভাবে ব্যবহার করবেনঃ
ত্বকের সঙ্গে মানানসই সাবান বা ফেসওয়াশ দিয়ে প্রথমে মুখ ভালো করে ধুয়ে নিন। এবার ফেসপ্যাকটি পুরো মুখে সমান করে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এরপর মুখ মুছে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
ফেসপ্যাকটি সপ্তাহে ৩ বার ব্যবহার করবেন। পেয়ে যাবেন সম্পূর্ণ ঘরোয়া উপায়ে ফর্সা ও উজ্জ্বল মুখ পার্লারের সাহায্য ছাড়াই, তাও আবার এক সপ্তাহের মধ্যে।
উপকারঃ
- চালের গুঁড়ো তেল চিটচিটে ভাব কমায় এবং ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখে। এটি ত্বকের মৃত কোষ দূর করে এবং রোদে পোড়া দাগ হালকা করে।
- কাঁচা হলুদে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন, ফসফরাস, এবং মিনারেল। যা ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে সক্ষম।
- অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান সমৃদ্ধ মধু ত্বকের কোষের শক্তি জোগায়, বয়সের ছাপ কমায়, এবং ত্বককে সুস্থ ও টানটান রাখে।
- কাঁচা দুধের পুষ্টি উপাদান মুখের ত্বককে ফর্সা, উজ্জ্বল, কোমল, ও মসৃণ করে।
নিয়ম মেনে ব্যবহার করুন এই চমৎকার প্যাকটি আর পেয়ে যান অনন্য সুন্দরীর তকমা।