এবার দুর্ঘটনা এড়াতে ট্রাফিক সিগন্যালে করিনার ছবি, হলো ভাইরাল
তৃতীয়পক্ষ ওয়েব- ব্যস্ত রাস্তায় আপনি গাড়ি চালাতে চালাতে যাচ্ছেন। পথে ট্রাফিক তো পরবেই। আর হঠাৎ যদি সেই ট্রাফিক সিগন্যালে কোনো সেলিব্রিটিকে দেখতে পান, কেমন হবে! আর ট্রাফিক সিগন্যালের লাইটে যদি সুন্দরী নায়িকাকে দেখতে পান, আপনি কি গাড়ি থামিয়ে দেখবেন না? অবশ্যই দেখবেন। আর এই মনের কথাই ধরে ফেলেছে দিল্লি পুলিশ। গাড়ি দুর্ঘটনা এড়াতে, বিশেষ করে ট্রাফিক আইন মানতে করিনা কাপুরের সাহায্য নিল দিল্লি পুলিশ। ট্রাফিক সিগন্যালে দিল্লি পুলিশ নিয়ে আসল ‘কভি খুশি কভি গমে’র জনপ্রিয় ‘পু’ চরিত্রকে! আপনি হয়তো ভাবছেন এ আবার কেমন কাণ্ড কারখানা?
View this post on Instagram
তাহলে ব্যাপারটা একটু খুলেই বলা যাক। সম্প্রতি দিল্লি পুলিশ তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছে। যেখানে দেখা গিয়েছে, একটি গাড়ি দ্রুত বেগে ছুটে আসছে।আর গাড়িটি সিগন্যাল না মেনেই ছুটে বেরিয়ে যায়। আর ঠিক সেই সময়ই ট্রাফিক সিগন্যালে ফুটে ওঠে করিনা কাপুরের মুখ। কভি খুশি কভি গমের জনপ্রিয় সেই সংলাপ ওঠে বেজে। কওন হ্যায় ইয়ে, জিসনে দুবারা মুড়কে মুঝে নেহি দেখা! এরকমই এক ভিডিও আপলোড করে দিল্লি পুলিশের তরফ থেকে লেখা হল, কে ট্রাফিক আইন মানল না? ‘পু’ কিন্তু মনোযোগ পছন্দ করে, আর ট্রাফিক আইনও তাই!
তথ্য অনুযায়ী, দিল্লির রাস্তায় ট্রাফিক আইন লঙ্ঘন করার ঘটনা বেড়েই চলেছে। বহু মানুষই লাল সিগন্যালকে পাত্তা না দিয়ে গাড়ি চালাচ্ছেন। যার ফলে দুর্ঘটনা বেড়েই চলেছে। দুর্ঘটনা কমাতেই এই অভিনব উদ্যোগ নিল দিল্লি পুলিশ।