পুরভোটের পাপ ধুতে গঙ্গাসাগর গিয়েছেন মুখ্যমন্ত্রী! কটাক্ষ দিলীপ ঘোষের

তৃতীয়পক্ষ ওয়েব- তিনদিনের গঙ্গাসাগর সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সেখান থেকেই লাগাতার আক্রমণ করে চলেছেন কেন্দ্রীয় সরকারকে। এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

আজ সকালে প্রাতঃভ্রমণের সময় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘প্রত্যেক নির্বাচনের পরই মুখ্যমন্ত্রী এমনটা করে থাকেন।কলকাতা পুরভোটে যে পাপ করেছিলেন, সেগুলি ধুতেই গঙ্গাসাগরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মোহন্ত রাজনীতির কিছুই বোঝেন না। শুধু সবাইকে আশীর্বাদ করে থাকেন এবং তাই করেছেন তিনি’।

গঙ্গাসাগর মেলা ইস্যুতে কেন্দ্রের দিকে অভিযোগের যে আঙ্গুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী, সেটাই মুখ্যমন্ত্রীর দিকে ঘুরিয়ে দিলেন দিলীপ ঘোষ। এদিন অভিযোগ করে বলেন, ‘বাইরে থেকে আসা মানুষের সঙ্গে এখানে খারাপ ব্যবহার করা হয়। জেটি ভেঙে যায়, এখানে নেই কোনো ডিসিপ্লিন, অতিরিক্ত ভাড়া নেওয়া হয় মানুষের থেকে। রাজ্য যদি চায়, কেন্দ্র তাহলে নিশ্চয়ই সাহায্য করবে। তাঁর জন্য সদিচ্ছা থাকারও প্রয়োজন আছে’।

প্রসঙ্গত গঙ্গাসাগর মেলার সঙ্গে কুম্ভমেলার তুলনা টেনে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘ভারত সরকার কুম্ভমেলায় সব টাকা দেয়। আর এখানে কোনও টাকাই দেয় না সরকার। কুম্ভমেলা সুয়োরানি হলে, দুয়োরানি কি তাহলে গঙ্গাসাগর? ’।

শেয়ার করতে:

You cannot copy content of this page